ডার্বির ৪৫ মিনিট শেষ! তেতে আছে ইস্টবেঙ্গল, ছাড়ছে না মোহনবাগানও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Durand Cup 2023 Final Score: সারা বাংলা তাকিয়ে এই ম্যাচের দিকে। ডার্বির প্রথমার্ধ শেষ। রেজাল্ট জেনে নিন।
কলকাতা: ১৯ বছর পর আবার ইতিহাস লেখার সুযোগ দুই দলের সামনে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই দলই এখনও পর্যন্ত ১৬ বার করে ডুরান্ড কাপ জিতেছে। অর্থাৎ এবার দুই দলের কাছেই ১৭তম ডুরান্ড জেতার সুযোগ। আর সেই সুযোগ কেউই হাতছাড়া করতে চাইছে না।
২০০৪ সালের পর আরও একবার ডুরান্ড কাপের মতো ঐতিহ্য়শালী টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গতবারের ফলাফল কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ছিল। সেবার তারা মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।
আরও পড়ুন- ডুরান্ড ফাইনালে দুই দলের প্রথম একাদশ ঘোষিত, কেমন দল গড়ল ইস্টবেঙ্গল ও মোহনবাগান
রেকর্ড আরও আছে। এর আগে ২০১৬ সালে শেষবার মোহনবাগানকে পর পর দুটি ডার্বিতে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এবারও সেই সুযোগ লাল-হলুদের সামনে।
advertisement
advertisement
ডুরান্ডে গ্রুপ লিগের ডার্বিতে মোহনবাগান হেরেছিল ইস্টবেঙ্গলের কাছে. একমাত্র গোল করেছিলেন নন্দকুমার। তার আগে অবশ্য টানা আটটি ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান।
ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল রীতিমতো তেতে আছে। তবে ছেড়ে কথা বলছে না মোহনবাগানও। একের পর এক আক্রমণ করছেন পেট্রাটোসরা। অন্যদিকে ইস্টবেঙ্গলের আক্রমণও ঠেকাচ্ছে মোহনবাগান ডিফেন্স।
আরও পড়ুন- ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি, কেমন হতে চলেছে দুই দলের একাদশ
ডার্বির ৪৫ মিনিট শেষ। এখনও পর্যন্ত গোল হয়নি। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছে। তবে কেউই গোল করতে পারেনি এখনও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 4:53 PM IST