East Bengal vs Mohun Bagan: ডুরান্ড ফাইনালে দুই দলের প্রথম একাদশ ঘোষিত, কেমন দল গড়ল ইস্টবেঙ্গল ও মোহনবাগান? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal vs Mohun Bagan Durand Cup 2023 Final: অবেশেষে প্রতীক্ষার অবাসান। ডুরান্ড কাপের ফাইনালে যুবভারতীতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মেগা ফাইনাল ঘিরে দর্শক ঠাসা যুবভারতী। রবিবাসরীয় বিকেলে ফুটবল জ্বরে কাবু গোটা বাংলা। মেগা ফাইনালের কিছু সময় আগে ঘোষিত হল দুই দলের প্রথম একাদশ।
কলকাতা: অবেশেষে প্রতীক্ষার অবাসান। ডুরান্ড কাপের ফাইনালে যুবভারতীতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মেগা ফাইনাল ঘিরে দর্শক ঠাসা যুবভারতী। রবিবাসরীয় বিকেলে ফুটবল জ্বরে কাবু গোটা বাংলা। মেগা ফাইনালের কিছু সময় আগে ঘোষিত হল দুই দলের প্রথম একাদশ।
মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইত (গোলকিপার), আনওয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশিস বসু (অধিনায়ক), আশিস রাই, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, দিমিত্রি পেত্রাতোস, হুগো বুমোস এবং আর্মান্দো সাদিকু।
🚨 TEAM NEWS 🚨
Your Starting XI for the Durand Cup Final 🙌🏻💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ZLhpFW7Xaf
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 3, 2023
advertisement
advertisement
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: প্রভসুখন গিল (গোলকিপার), মহম্মদ রাকিপ, লাল চুংনুঙ্গা, মন্দার রাও দেশাই, জর্ডন এলসে, সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, হরমনজ্যোৎ সিংহ খাবরা (অধিনায়ক), নাওরেম মহেশ, নন্দকুমার এবং জেভিয়ার সিভেরিয়ো।
Here goes our lineup for today’s #IndianOilDurandCup final 🆚 MBSG, powered by @batery_scores. ⤵️
Watch the #KolkataDerby LIVE on Sony Sports Network & Sony LIV. 📺#JoyEastBengal #EmamiEastBengal #EEBFCMBSG pic.twitter.com/SydfqGZDEM
— East Bengal FC (@eastbengal_fc) September 3, 2023
advertisement
প্রসঙ্গত, প্রতিযোগিতার প্রথম পর্বের সাক্ষাতে ইস্টবেঙ্গলের কাছে হারের পর এই ম্যাচ মোহনবাগানের কাছে বদলার ম্যাচ। অপরদিকে, ডুরান্ডের প্রথম পর্বের সাক্ষাতে জয়ের পর ইস্টবেঙ্গল ফ্যানেরা আরও একবার ডার্বি জিতে ট্রফি জয়ের আশায় বুক বাধছে। সোনালী দিন ফেরার স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির। শেষ হাসি কা হাসবে, তার উত্তর মিলবে আজ যুবভারতীতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 3:54 PM IST