East Bengal vs Mohun Bagan: ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি, কেমন হতে চলেছে দুই দলের একাদশ

Last Updated:
Durand Cup 2023 Final East Bengal vs Mohun Bagan: আজ ডুরান্ড কাপের মেগা ফাইনাল। প্রায় ২ দশক পর ফের একবার ডুরান্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে কেমন হতে চলেছে দুই দল, জেনে নিন বিস্তারিত।
1/6
আজ ডুরান্ড কাপের মেগা ফাইনাল। প্রায় ২ দশক পর ফের একবার ডুরান্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
আজ ডুরান্ড কাপের মেগা ফাইনাল। প্রায় ২ দশক পর ফের একবার ডুরান্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
advertisement
2/6
প্রতিযোগিতার প্রথম পর্বের সাক্ষাতে ইস্টবেঙ্গলের কাছে হারের পর এই ম্যাচ মোহনবাগানের কাছে বদলার ম্যাচ। ২০০৪ সালে ডুরান্ডে কাপের ফাইনালেও ইস্টবেঙ্গলের কাছে হেরেছিল মোহনবাগান।
প্রতিযোগিতার প্রথম পর্বের সাক্ষাতে ইস্টবেঙ্গলের কাছে হারের পর এই ম্যাচ মোহনবাগানের কাছে বদলার ম্যাচ। ২০০৪ সালে ডুরান্ডে কাপের ফাইনালেও ইস্টবেঙ্গলের কাছে হেরেছিল মোহনবাগান।
advertisement
3/6
অপরদিকে, ডুরান্ডের প্রথম পর্বের সাক্ষাতে জয়ের পর ইস্টবেঙ্গল ফ্যানেরা আরও একবার ডার্বি জিতে ট্রফি জয়ের আশায় বুক বাধছে। সোনালী দিন ফেরার স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির।
অপরদিকে, ডুরান্ডের প্রথম পর্বের সাক্ষাতে জয়ের পর ইস্টবেঙ্গল ফ্যানেরা আরও একবার ডার্বি জিতে ট্রফি জয়ের আশায় বুক বাধছে। সোনালী দিন ফেরার স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির।
advertisement
4/6
মেগা ম্যাচে দুই দল কোন ছকে দল নামাবে, কোন একাদশ খেলাবে তা নিয়েও ফ্যানেদের মধ্যে রয়েছে জল্পনা। এখনও পর্যন্ত যা খবর তাতে ৪-৪-২ ছকে দল নামাতে চলেছেন হুয়ান ফেরান্দো ও ৪-৫-১ ছকে দল নামাতে চলেছেন কার্লেস কুয়াদ্রাত।
মেগা ম্যাচে দুই দল কোন ছকে দল নামাবে, কোন একাদশ খেলাবে তা নিয়েও ফ্যানেদের মধ্যে রয়েছে জল্পনা। এখনও পর্যন্ত যা খবর তাতে ৪-৪-২ ছকে দল নামাতে চলেছেন হুয়ান ফেরান্দো ও ৪-৫-১ ছকে দল নামাতে চলেছেন কার্লেস কুয়াদ্রাত।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ- প্রভসুখন গিল, হরমনজ্যোত সিংহ খাবরা, জর্ডান এলসে, লালচুংনুঙ্গা, হোসে পারদো, এডউইন ভ্যান্সপল, নন্দকুমার, নিশু কুমার, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ, জেভিয়ার সিভেরিয়ো।
এক ঝলকে দেখে নিন ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ- প্রভসুখন গিল, হরমনজ্যোত সিংহ খাবরা, জর্ডান এলসে, লালচুংনুঙ্গা, হোসে পারদো, এডউইন ভ্যান্সপল, নন্দকুমার, নিশু কুমার, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ, জেভিয়ার সিভেরিয়ো।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ- বিশাল কাইথ, শুভাশিস বসু, আনোয়ার আলি, হেক্টর ইয়ুসতে, আশিস রাই, সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, আশিক কুরুনিয়ান, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস।
এক ঝলকে দেখে নিন মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ- বিশাল কাইথ, শুভাশিস বসু, আনোয়ার আলি, হেক্টর ইয়ুসতে, আশিস রাই, সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, আশিক কুরুনিয়ান, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস।
advertisement
advertisement
advertisement