বিরাট খেলুক বা না খেলুক, ধরমশালা যুদ্ধে জেতার ছক তৈরি টিম ইন্ডিয়ার

Last Updated:

শেষ একটা কামড় দিতে চায় টিম ইন্ডিয়া। সেটা কোহলিকে নিয়ে না কোহলি ছাড়া, সেটাই দেখতে চান বিরাট ভক্তরা।

#ধরমশালা: সমতায় সিরিজ। শনিবার সেখান থেকেই শুরু যুদ্ধ। ধরমশালার বাউন্সি পিচে অজি অ্যাটাক সামলাতে তৈরি টিম ইন্ডিয়া। বিরাট খেললে একরকম। না-হলে অন্য ছকে যুদ্ধ জয়ে নামবে কুম্বলের ভারত।
পুণেতে ০-১। বেঙ্গালুরুতে ১-১। রাঁচি টেস্ট ড্র হওয়ার পর নতুন যুদ্ধের অপেক্ষায় ধরমশালা। টেস্ট ক্রিকেটের অভিষেকের মাঠেই হতে পারে বর্ডার-গাভাসকর ট্রফির ফয়সালা। মাঠের বাইরের যুদ্ধকে বাদ দিলে দু’দেশের প্রাক্তনদের মতে এখনও পর্যন্ত সেরা বিরাট বনাম স্মিথের লড়াই। সেই লড়াই নতুন মোড় নিতে পারে অপসারিত বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ঘরের মাঠে।
advertisement
২২ গজে পেস হবে, আগাম জানিয়েছেন হিমাচল ক্রিকেট সংস্থার কিউরেটর। তাই তিন পেসারের ছক কুম্বলের মাথায়। রাঁচি টেস্টের পরেই শামিকে দলে ডেকে নিয়েছেন বিরাট। বৃহস্পতিবার নেটে বলও করেছেন বাংলার পেসার। উল্টোদিকে, সিরিজ ড্র করে ভারত ছাড়তে চাইবে না অস্ট্রেলিয়া। এই কথাটাও ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তাই শেষ একটা কামড় দিতে চায় টিম ইন্ডিয়া। সেটা কোহলিকে নিয়ে না কোহলি ছাড়া, সেটাই দেখতে চান বিরাট ভক্তরা।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট খেলুক বা না খেলুক, ধরমশালা যুদ্ধে জেতার ছক তৈরি টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement