নাইট ক্লাবে মহিলার সঙ্গে নোংরামি প্রমাণিত! যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার নেইমারের বন্ধু
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Dani Alves was taken into custody over allegations that he sexually assaulted a woman. মহিলার সঙ্গে যৌনাচারের অভিযোগে বার্সেলোনায় গ্রেফতার নেইমারের বন্ধু আলভেজ!
#বার্সেলোনা: বার্সেলোনা ফুটবল ক্লাবের সোনালী সময়ের ফুটবলার ছিলেন তিনি। ব্রাজিল জাতীয় দলেও খেলে গিয়েছেন দীর্ঘদিন ধরে। এবারের কাতার বিশ্বকাপে ছিলেন ব্রাজিলের সবচেয়ে বয়স্ক ফুটবলার। যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলের ফুটবলার দানি আলভেস। বার্সেলনার একটি নাইট ক্লাবে গত ডিসেম্বরে এক মহিলাকে সে যৌন হেনস্থা করে বলে পুলিশ জানিয়েছে।
তাকে জিজ্ঞাসাবয়দের জন্য বার্সেলোনা পুলিশ স্টেশনে ডাকা হয় এবং সেখানেই তাকে গ্রেফতার করা হয়। ক্যাটালোওনিয়ার আঞ্চলিক পুলিশ ফোর্স এর মুখপাত্র জানিয়েছেন এরপর কোর্টে তাকে পেশ করা হবে। চলতি মাসের দু তারিখে এক মহিলা পুলিশের কাছে অভিযোগ জানায় যে ড্যানি আলভেজ তাকে শারীরিকভাবে নিগ্রহ করে।
আরও পড়ুন - জসপ্রীত বুমরাহর ক্যারিয়ার কী শেষ? নাকি ফিরবেন বিশ্বকাপে? জেনে নিন সত্যিটা
স্পেনের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই যৌন হেনস্থার ঘটনা বার্সেলোনার একটি নাইট ক্লাবে গত ৩০ ডিসেম্বর রাতে ঘটে। আলভেজ অবশ্য সেদিন রাতে নাইট ক্লাবে থাকার কথা স্বীকার করলেও স্পেনের একটি গণমাধ্যমে জানান যে, তিনি আগে ওই মহিলাকে কখনোই দেখেননি।
advertisement
advertisement
🚨Brazil defender Dani Alves has been detained in jail pending an investigation into alleged sexual assault Alves allegedly assaulted a woman by inappropriately touching her in a nightclub in Barcelona in December His club, Pumas, terminated his contract with immediate effect pic.twitter.com/M8ixvwzbQm
— Sports Brief (@sportsbriefcom) January 21, 2023
advertisement
প্রাক্তন বার্সেলোনা এবং জুভেন্টাস খেলোয়ার, আলভেজ জানিয়েছেন, তিনি সেখানে আরও অনেকের সঙ্গে মজা করছিলেন সবাই জানে যে তিনি নাচতে ভালোবাসেন সুন্দর সময় কাটাতে চান কিন্তু অন্যকে বিরক্ত না করে। বর্তমানে মেক্সিকান আউটফিট পুমা উনাম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলভেস ফুটবল বিশ্বকাপের পর বার্সেলোনাতে ছুটি কাটাতে গিয়েছিলেন।
উল্লেখ্য, বার্সেলোনার আদালত সম্প্রতি জানিয়েছিল যে এক ফুটবলারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের বিরুদ্ধে তারা তদন্ত চালাচ্ছে। দনির স্ত্রী জোয়ানা সানস জানিয়েছেন ব্রাজিলের ফুটবলার এরকম করতেই পারেন না। তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এসব সস্তায় নাম কামানোর চেষ্টা। তবে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ অন্য কথা বলছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2023 3:55 PM IST