জসপ্রীত বুমরাহর ক্যারিয়ার কী শেষ? নাকি ফিরবেন বিশ্বকাপে? জেনে নিন সত্যিটা

Last Updated:

Jasprit Bumrah is irreplaceable says Indian bowling coach Paras Mhambrey. জসপ্রীত বুমরাহর ক্যারিয়ার কী শেষ? নাকি ফিরবেন বিশ্বকাপে? জেনে নিন সত্যিটা

বুমরাহ নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বিসিসিআই
বুমরাহ নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বিসিসিআই
#মুম্বই: জসপ্রীত বুমরাহর অভাব প্রতিটা মুহূর্তে বোঝা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলে। ব্যাটে যতই দাপট দেখা ভারত, বোলিং করার সময় বিপক্ষ দলের ওপর সেই দাপট থাকছে না। এটা প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। এখন প্রশ্ন হচ্ছে ভারতের জার্সিতে কবে ফিরবেন জসপ্রীত বুমরাহ? কোটি টাকার প্রশ্ন এটাই। বোর্ডের ভিতরে এই নিয়ে চাপা গুঞ্জন আছে, কিন্তু নিশ্চিত উত্তর নেই।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রাথমিক ভাবে তাঁকে ছাড়া মূল স্কোয়াড ঘোষণা করার কয়েক দিন পর, তিন ম্যাচের ওডিআইয়ের জন্য ভারতীয় দলে তাঁর নাম ঘোষণা করা হয়। তবে ম্যাচ-সিমুলেশন প্রশিক্ষণে আবার তাঁর পিঠে সমস্যার হওয়ায় তিনি ম্যাচের আগের দিন নাম প্রত্যাহার করে নেন। এর পর থেকে বুমরাহ এখনও কোনও ক্রিকেট বল স্পর্শ করেননি।
advertisement
আরও পড়ুন - রোনাল্ডোর ম্যাচ সেরা পুরস্কার দেখে চোখে জল বিরাটের! মনে পড়ে গেল নিজের খারাপ সময়
তিনি সম্ভবত সপ্তাহ দুয়েক পরে আবার বোলিং শুরু করবেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের আগে ফিট হওয়ার চেষ্টা করবেন। টিম ম্যানেজমেন্ট অবশ্য সাফ জানিয়ে দিয়েছে যে, তারা বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নেবে না। তারকা পেসার তাঁর শরীরে সামান্য সমস্যা অনুভব করলেই, তাঁকে বিরতি দেওয়া হবে।
advertisement
advertisement
ভারতের প্রাক্তন পেসার এবং টিম ইন্ডিয়ার বর্তমান বোলিং কোচ পরশ মামরে রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের আগে বুমরাহ প্রসঙ্গে বলেছেন, বুমরাহ একজন অনন্য বোলার, তিনি অপ্রতিরোধ্য। এটা মেনে নিতেই হবে, ওর যে ধরনের দক্ষতা রয়েছে, সে রকম মানের বোলার পাওয়া খুব কঠিন। শুধু মামরে নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট, সূর্যদের মত ক্রিকেটাররাও মনে করে বুমরাহর থাকা আর না থাকার মধ্যে ভারতীয় দলে অনেকটা পার্থক্য থাকে।
advertisement
কিন্তু তাই বলে নিজের জীবন এবং ক্যারিয়ার শুলে চড়িয়ে নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরবেন না ভারতের এক নম্বর পেসার। বুমরাহকে প্রতিমুহূর্তে পর্যবেক্ষণ করছেন ফিজিও এবং ডাক্তাররা। অস্ট্রেলিয়া সিরিজে একান্ত না পারলেও মনে করা হচ্ছে আইপিএলের আগে ফিট হয়ে উঠবেন বুম বুম। নিজের ছন্দে ফিরতে হয়তো কিছুটা সময় লাগবে। কিন্তু তিনি জাত বোলার। ভারতের বুমরাহকে সবচেয়ে বেশি দরকার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে। সেই লক্ষ্যেই তার ওপর নজর রাখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/খেলা/
জসপ্রীত বুমরাহর ক্যারিয়ার কী শেষ? নাকি ফিরবেন বিশ্বকাপে? জেনে নিন সত্যিটা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement