রোনাল্ডোর ম্যাচ সেরা পুরস্কার দেখে চোখে জল বিরাটের! মনে পড়ে গেল নিজের খারাপ সময়
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Virat Kohli gets emotional after Cristiano Ronaldo man of the match award. রোনাল্ডোর ম্যাচ সেরা পুরস্কার দেখে চোখে জল বিরাটের! মনে পড়ে গেল নিজের খারাপ সময়
#রিয়াধ: লিওনেল মেসিকে তিনি সম্মান করেন, নেইমারের খেলা উপভোগ করেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিরাট কোহলির সবচেয়ে পছন্দের ফুটবলার। একথা বহুবার বলেছেন ভারতের ব্যাটিং নক্ষত্র। আসলে অনেকেই বিরাটকে ক্রিকেটের রোনাল্ডো বলে মনে করেন। বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচকদের ছুরির নিচে ছিলেন রোনালদো।
এর মধ্যে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর অনেকে তাঁর ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন। ম্যাচে তাঁর দল রিয়াদ অল–স্টার ৫-৪ গোলে হেরে গেলেও জোড়া গোল করে বার্তা দিয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার এমন পারফরম্যান্সের পর কোণঠাসা হয়ে পড়া ভক্তরাও নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। যে দলে আছেন কোহলিও।
advertisement
দারুণ ছন্দে থাকা ভারতীয় এই ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে নিয়ে পোস্টও দিয়েছেন। কোহলি লিখেছেন, ৩৮ বছর বয়সে এখনো শীর্ষ পর্যায়ে এটা (দারুণ পারফরম্যান্স) করে দেখাচ্ছেন। যে ফুটবল–বিশেষজ্ঞরা মনোযোগের আশায় প্রতি সপ্তাহে বসে বসে তাঁর সমালোচনা করেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে পারফরম্যান্সের পর তাঁরা এখন বেশ চুপচাপ।
advertisement
Virat Kohli on Cristiano Ronaldo. #ViratKohli #CristianoRonaldo #Ronaldo pic.twitter.com/ManR6iRwyg
— RVCJ Sports (@RVCJ_Sports) January 20, 2023
advertisement
অথচ বলা হচ্ছিল, সে নাকি ফুরিয়ে গেছে। বিরাট কোহলি নিজে জানেন একজন সুপারস্টার যখন তার সেরা ছন্দ হারিয়ে লড়াই করার চেষ্টা করেন, বাইরে থেকে অসংখ্য সমালোচনা সহ্য করে - সেই সময়টা কত কঠিন হতে পারে। নিজে এই সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। তাই রোনাল্ডোর ব্যথা বিরাট অনুভব করতে পারবেন এতে আশ্চর্যের কিছু নেই। তাই এদিন পিএসজির তারকা খচিত দলের বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসর হেরে গেলেও পর্তুগিজ তারকার জন্য চোখের জল ফেলেছেন কিং কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2023 12:36 PM IST