CSK vs KKR: ধোনির ডেরায় দুরন্ত বোলিং নারিন, বরুণদের! দেড়শোর কমে আটকে গেল চেন্নাই

Last Updated:
চেন্নাই এর মাঠে দুর্দান্ত বল করলেন সুনীল নারিন
চেন্নাই এর মাঠে দুর্দান্ত বল করলেন সুনীল নারিন
চেন্নাই: পরিস্থিতিতে রবিবাসরীয় চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাসিড টেস্টে নামতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। মুখোমুখি সাক্ষাতে ১৮ বার জিতেছে সিএসকে। যার অর্ধেক, অর্থাৎ মাত্র ৯ বার হাসি মুখে মাঠ ছেড়েছে কেকেআর। দুই দলের মধ্যে শেষ ম্যাচটি হয়েছিল গত ২৩ এপ্রিল ইডেনে। সেই লড়াইয়েও ৪৯ রানে জিতেছিল হলুদ জার্সিধারীরা।
সেদিন নন্দনকাননের গ্যালারি পরিণত হয়েছিল সর্ষে খেতে। মহেন্দ্র সিং ধোনির জন্য হৃদয় উজাড় করা ভালোবাসার অর্ঘ্য সাজিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ঘরের মাঠেই বহিরাগত দেখিয়েছিল নাইটদের। আর রবিবার মেরিনা বিচের ধারে নীতীশ রানার দল তো সত্যিই অ্যাওয়ে ম্যাচে নেমেছিল। তাই পরীক্ষাটা বেশি কঠিন ছিল শাহরুখ খানের দলের কাছে।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মহেন্দ্র সিং ধোনির দল। ঋতুরাজ (১৭) বড় রান করতে না পারলেও রাহানে এবং কনওয়ে পার্টনারশিপ তৈরি করলেন। রাহানে বড় শট খেলতে গিয়ে আউট হলেন। প্রথম দুটো উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। কনওয়ে (৩০) শরদুল ঠাকুরের বলে তুলে মারতে গিয়ে আউট হলেন রিঙ্কু সিং এর হাতে। রাইডু (৪) বোল্ড হলেন সুনীল নারিনের বলে। একই ওভারে মইন আলিকে (১) বোল্ড করলেন নারিন।
advertisement
advertisement
আজ দীর্ঘদিন বাদে ক্যারিবিয়ান স্পিনারকে চেনা মেজাজে পাওয়া গেল। আজকের আগে পর্যন্ত এবার নয় ম্যাচে একটি উইকেট পেয়েছিলেন সুনীল। এদিন চেন্নাই ব্যাটসম্যানরা সহজে বাউন্ডারি মারতে পারছিলেন না।সুয়শ শর্মা আজকে উইকেট না পেলেও যথেষ্ট ভাল বল করেছেন। তবে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা শেষ দিকে লড়াই করে চেন্নাইকে একটা ভদ্রস্থ করবো রে পৌঁছে দিয়েছেন। শারদুল কৃপণ বোলিং করলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs KKR: ধোনির ডেরায় দুরন্ত বোলিং নারিন, বরুণদের! দেড়শোর কমে আটকে গেল চেন্নাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement