উথলে উঠছে যৌবন! বিশ্বকাপের আগে যৌন আবেদন বাড়াচ্ছেন রোনাল্ডোর বান্ধবী
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo girlfriend Georgina Rodriguez undergoing special training before World Cup. উথলে উঠছে যৌবন! বিশ্বকাপের আগে আরও যৌন আবেদন বাড়াচ্ছেন রোনাল্ডোর বান্ধবী
#লন্ডন: বিশ্বকাপ সামনেই, ফিটনেস বজায় রাখতে পায়ের ঘাম মাথায় ফেলছেন সমস্ত ফুটবলাররা। কিন্তু তাদের সাথেই পাল্লা দিয়ে বিশ্বকাপে চূড়ান্ত ফিটনেসে থাকার লক্ষ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। ইনস্টাগ্রামে তার শরীরচর্চার ছবি প্রকাশ করলেন বিশ্ব বিখ্যাত মডেল তথা ইনফ্লুয়েন্সর, জর্জিনা।
আরও পড়ুন - হার্দিক সব ম্যাচে খেলবে, উইকেটও নেবে ! সাফ জানিয়ে দিলেন ভারতের বোলিং কোচ
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আর এক মাসও বাকি নেই। মাঠে না নামলেও বিশ্বকাপের আগে নিজের শরীরকে ফিট এবং মেদহীন রাখতে চাইছেন জর্জিনা। এই রূপবতী মডেল নিজের সৌন্দর্যের চূড়ান্তে থাকতে চাইছেন তার প্রেমিক রোনাল্ডোর বিশ্বকাপে। তার প্রেমিক যখন খেলার মাঠে তাক লাগাবেন, গ্যালারিতে তার রূপে নজর কাড়বেন জর্জিনা।
advertisement
রোনাল্ডো গোল করলে ক্যামেরা কিন্তু ঘুরবে গ্যালারিতে বসে থাকা তার সুন্দরী প্রেমিকার দিকেই। তিনি যে বিশ্বকাপের জন্য নিজের শরীরকে এভাবে তৈরি করছেন সেই ব্যাপারটা এতদিন গোপনই রেখেছিলেন তিনি। তিনি আগেও নিয়মিত তার জিমে কসরৎ করার ছবি প্রকাশ করতেন ইনস্টাগ্রামে, কখনো তার সাথে থাকতেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
advertisement
Georgina Rodriguez was secretly ‘trained’ by an MMA fighter for the upcoming FIFA World Cup https://t.co/onZJFFgyjd
— The Pakistan Times (@dapakistantimes) October 26, 2022
advertisement
Cristiano Ronaldo girlfriend Georgina Rodriguez undergoing special trainingকিন্তু সম্প্রতি তিনি একজন পেশাদার এম এম এ ফাইটারের থেকে ট্রেনিং নিচ্ছেন মার্শাল আর্টে। নাম করা এম এম এ ক্রীড়াবিদ লিঙ্কন স্ট্রং তাকে প্রশিক্ষণ দিচ্ছেন। সারা গায়ে ট্যাটু, চোখে মুখে রুক্ষতা তার, জর্জিনাকে কঠোর প্রশিক্ষণে রেখেছেন লিঙ্কন।
জর্জিনা বহুদিন ধরেই ব্যালে নৃত্যের সাথে যুক্ত ছিলেন, তার এই শখের কথা কখনোই গোপন ছিল না। কিন্তু সম্প্রতি তার মার্শাল আর্টের এই প্রশিক্ষণের কথা প্রকাশ হওয়ায় চারিদিকে সারা পড়ে গেছে। ইনস্টাগ্রামে তার দেওয়া ফুটেজে দেখা যাচ্ছে তার চেশায়ারের প্রাসাদে, পাঞ্চিং ব্যাগের উদ্দ্যেশ্যে লাথি ঘুষি ছুঁড়ছেন জর্জিনা।
advertisement
তার প্রশিক্ষক লিঙ্কনও বেশ প্রশংসা করলেন জর্জিনার। তিনি জর্জিনাকে নিয়ে বললেন, তার গতির ব্যবহারে বুদ্ধিমত্তা আছে এবং যে ধরণের মুভমেন্ট করেন সেটাও একক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 1:11 PM IST