হার্দিক সব ম্যাচে খেলবে, উইকেটও নেবে ! সাফ জানিয়ে দিলেন ভারতের বোলিং কোচ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Hardik Pandya is alright no fitness problem and ready to bowl in every match. হার্দিক সব ম্যাচে খেলবে, উইকেটও নেবে ! সাফ জানিয়ে দিলেন ভারতের বোলিং কোচ
#সিডনি: হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিছুটা চিন্তার কালো মেঘ দেখা গিয়েছিল পাকিস্তান ম্যাচের শেষে। হ্যামস্ট্রিং সমস্যায় কাতর হয়ে পড়েছিলেন তিনি। হাঁটতে পারছিলেন না ঠিক করে। তাই ভারত কঠিন ম্যাচ জিতলেও হার্দিককে পরের ম্যাচে পাওয়া যাবে কিনা প্রশ্ন উঠেছিল। ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামরে অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন হার্দিক সম্পূর্ণ ফিট।
আরও পড়ুন - জঘন্য খাবার, মুখেই তুলতে পারলেন না ক্রিকেটাররা! রেগে সিডনির হোটেলে ফিরলেন বিরাট, রোহিতরা
সমস্যা নেই। পরের নেদারল্যান্ডস ম্যাচ তো বটেই, টুর্নামেন্টের সব ম্যাচ তিনি খেলবেন। বল করবেন এমনকি উইকেটও নেবেন। এটা শোনার পর নিশ্চয়ই আশ্বস্ত হবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। হার্দিক এই ভারতীয় দলটার এক্স ফ্যাক্টর। তার উপস্থিতি দলকে যে ব্যালেন্স দেয় সেটা অন্য কেউ দিতে পারে না। এটা মেনে নিয়েছেন কপিল দেব থেকে শুরু করে সুনীল গাভাসকরার মতো কিংবদন্তি।
advertisement
এই দলটার সম্পদ তিনি। ব্যাট হাতে যেমন গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারেন, তেমনই বল হাতে উইকেট তুলে নিতে পারেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। পাকিস্তান ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। হার্দিক জানিয়েছিলেন এই জয় নিজের মৃত বাবাকে উৎসর্গ করছেন। বাবা না থাকলে এই জায়গায় তারা দুই ভাই পৌঁছতে পারতেন না।
advertisement
advertisement
Bowling coach Paras Mhambrey speaks on resting Pandya for Netherlands game#INDvNED #T20WorldCup https://t.co/HbR9fcYcd3
— News18 CricketNext (@cricketnext) October 26, 2022
তাছাড়া দীর্ঘদিন চোটের কারণে যেভাবেই তাকে বাইরে থাকতে হয়েছিল, যেভাবে লড়াই চালিয়েছিলেন তাতে এই জায়গায় ফিরে আসা সম্ভব হবে বুঝতে পারেননি। তাই হার্দিক জানিয়ে দিয়েছেন চাপ নেই তার। উপভোগ করে খেলতে চান দেশের জার্সিতে। কোচ রাহুল দ্রাবিড় মনে করেন হার্দিক দলের ক্রাইসিস ম্যান।
advertisement
তবে শেষ কয়েকটা মাস মানুষ হিসেবেও যেভাবে নিজেকে বদল করেছেন তিনি তার প্রশংসা করছেন সকলে। চাপের মুখে এমন বরফ শীতল মানসিকতা রাখতে পারেন যা এই দলে খুব বেশি ক্রিকেটার পারেন না। তাই বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 12:47 PM IST