WTC 2021: ঐতিহাসিক ম্যাচে কে হবে চ্যাম্পিয়ন, বড় সিদ্ধান্ত নিল ICC
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রথমবার হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final) নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত নিল আইসিসি৷
#দুবাই: ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে সামনে মাসের ১৮ থেকে ২২ জুন অবধি মেগা মোকাবিলা৷ বাইশ গজের শ্রেষ্ঠত্বের লড়াইতে প্রথমবার টেস্ট হবে মানদণ্ড৷ টেস্টে কে বিশ্বসেরা হবে তা প্রমাণের লড়াই হবে এই ম্যাচ৷ ইংল্যান্ডের মাটিতে বসছে প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2021) ফাইনাল৷ ভারত ও নিউজিল্যান্ড দুই দলই এই ঐতিহাসিক দ্বৈরথের জন্য নিজেদের প্রস্তুত করছে৷ এই ঐতিহাসিক মোকাবিলা নিয়ে এক বড় খবর সামনে এসেছে৷ এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে বড় বয়ান দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি৷ ক্রিকেটপ্রেমীরা দীর্ঘ সময় ধরেই ভাবনাচিন্তা করছেন যদি এই ম্যাচ ড্র বা টাই হয় তাহলে কোন দলকে কিসের ভিত্তিতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে৷
চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ফল হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে৷ আইসিসি শুক্রবার এই বড় সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের কথায় খেলার ফলাফল যদি অমীমাংসিত থেকে যায় তাহলে দুপক্ষকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে ৷ ভারত ও নিউজিল্যান্ড সেক্ষেত্রে ঐতিহাসিক প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগ্ম বিজয়ী ঘোষিত হবে৷ এদিকে যদি বৃষ্টি বা অন্য কোনও কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু না হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে রাখা রয়েছে৷
advertisement
ঐতিহাসিক ফাইনাল নিয়ে আইসিসি -র বড় ঘোষণা-
advertisement
প্রথমবারের ঐতিহাসিক লড়াই গ্রেড ১ ডিউক বলে খেলা হবে৷
বর্তমানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে আইসিস পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সঙ্গে লাগু হওয়া নিয়ম ইন্টারন্যাশানাল প্লেয়িং কন্ডিশনে যে বদল এসেছে তাই জারি হবে ফাইনালে৷
শর্ট রান- থার্ড আম্পায়ার অন ফিল্ড আম্পায়ার শর্ট রানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷ আর পরের বল ছোঁড়ার আগে তিনি মাঠে থাকা আম্পায়রকে সূচিত করবেন৷
advertisement
প্লেয়ার রিভিউ- মাঠে থাকা অধিনায়ক বা আউট হওয়া ক্রিকেটার আম্পায়রের কাছে এলবিডাব্লু-র সিদ্ধান্ত জানতে পারবেন৷ তিনি দেখবেন যে এলবিডাব্লু সিদ্ধান্তের জন্য যেটা গেছে সেই বলটা আদৌ ক্রিকেটার সকারাত্মকভাবে স্ট্রোক প্লে-র চেষ্টা করেছেন কিনা৷
ডিআরএস রিভিউ- এলবিডব্লিউ পর্যালোচনাগুলির জন্য, স্টাম্পের চারপাশে একই আম্পায়ারের কল মার্জিন উচ্চতা এবং প্রস্থ উভয়ই নিশ্চিত করার জন্য উইকেট জোনের উচ্চতার মার্জিনটি স্টাম্পের শীর্ষে উঠানো হয়েছে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2021 12:04 PM IST