ICC Cricket World Cup 2023 Final : বিশ্বকাপে ফাইনালে বড় চমক! খেলা দেখতে উপস্থিত থাকতে পারেন মোদি, সঙ্গে আরও দুই বিশেষ অতিথি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
ICC Cricket World Cup 2023 Final : বিশ্বকাপে শুরুতেই হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু টিমের খেলা দেখতে সেমি ফাইনালে উপস্থিত ছিলেন
আহমেদাবাদ: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রধান অতিথি সম্ভবত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু তারকা এদিন বিশ্বকাপ দেখতে আসতে পারেন। এর পাশাপাশি ভারতের অপর দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এবং এমএস ধোনিও উপস্থিত থাকতে পারেন। ফাইনালে দিনে একটি বিশেষ এয়ার শো হবে। বিশ্বকাপে শুরুতেই হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু টিমের খেলা দেখতে সেমি ফাইনালে উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে তিনিও থাকতে পারেন বিশ্বকাপ ফাইনালে।
এর বাইরে শচিন তেন্ডুলকর-সহ প্রাক্তন ক্রিকেটাররাও খেলা দেখতে আসতে পারেন। ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন এই ম্যাচে। পাশাপাশি বিসিসিআই, আইসিসি শীর্ষস্থানীয় প্রতিনিধি এবং রাজ্যের ক্রিকেট বোর্ডগুলির প্রতিনিধিরাও আহমেদাবাদে থাকবেন।
advertisement
advertisement
বুধবার মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর, টিম ইন্ডিয়া এদিন আহমেদাবাদে পৌঁছেছেন। শুক্রবার ফাইনালের আগে তাদের প্রথম অনুশীলন সেশন হতে পারে।
advertisement
এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। সেমিফাইনালে জয়ের পরে টিম ইন্ডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা বারবার দেখছেন এই ভিডিও, আর নিজেদের রিঅ্যাকশনও দিচ্ছেন।
রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে আনন্দে নাচতে দেখা যায়। ম্যাচে দলের পারফরম্যান্সে দারুণ খুশি হিটম্যান। ফ্যানরা বলছেন যে রোহিত সবচেয়ে সুন্দর অধিনায়ক, টিমের সদস্যের শতরানে তিনি খুব খুশি হয়েছিলেন সেটা বলাই যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 10:09 PM IST