Virat Kohli ও BCCI সম্পর্ক কিছুদিন ধরে ঠিক নেই, বড় দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের

Last Updated:

ভারতীয় ক্রিকেট দলে (Indian cricket team) বিরাট কোহলির অধিনায়কত্ব ইস্যু (Virat Kohli captaincy issue) হঠাৎ করেই বিভিন্ন প্রশ্ন সামনে এনে দিয়েছে৷

 virat kohli and the bcci do not seem to be in good terms these days claims sandeep patil- Photo-AFP
virat kohli and the bcci do not seem to be in good terms these days claims sandeep patil- Photo-AFP
#মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) হঠাৎ করেই অধিনায়কত্ব (Indian Cricekt  team captain) ছেড়ে দিয়েছেন৷ ঘোষণা করে দিয়েছেন ভারতের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর তিনি আর এই ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন না৷ কিন্তু এই বিষয়টা একেবারেই সোজা সহজ অঙ্ক নয়৷ প্রাক্তন নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্ক আগের মতো নেই (BCCI and Virat Kohli) ৷
ভারতীয় ক্রিকেট দলে (Indian cricket team) বিরাট কোহলির অধিনায়কত্ব ইস্যু (Virat Kohli captaincy issue) হঠাৎ করেই বিভিন্ন প্রশ্ন সামনে এনে দিয়েছে৷ কোহলি টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর রোহিত শর্মার সামনে অধিনায়ক হওয়ার সম্ভবনা সবচেয়ে উজ্জ্বল৷ সন্দীপ পাতিলের দাবি বিরাট ও বোর্ডের সম্পর্ক আগের মতো নেই৷ সন্দীপ পাতিল নির্বাচক থাকাকালীনই বিরাট কোহলি অধিনায়কত্ব (Virat Kohli captaincy) পেয়েছিলেন৷
advertisement
advertisement
সন্দীপ পাতিল টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি বিরাটের (Virat Kohli) পদক্ষেপকে স্বাগত জানাই৷ অধিনায়কত্ব আপনার মস্তিষ্ক চাপ দেয়৷ একইসঙ্গে অধিনায়কত্ব করা এবং ক্রিকেট খেলা সহজ বিষয় নয়৷ বিশেষ করে এখন প্রচণ্ড ক্রিকেট খেলা হয়, কোহলি যে পদক্ষেপ নিয়েছেন তাতে নিজের ব্যাটিংয়ে ১০০ শতাংশ সহায়তা করে৷’’
advertisement
পাতিল কোহলি ও বোর্ডের সম্পর্ক (BCCI and Virat Kohli) নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন৷ পাতিল বলেছেন, ‘‘বিরাট ও বিসিসিআইয়ের আজকাল পটছে না৷ এই মনে হচ্ছে বিরাট কোহলি ও বিসিসিআইয়ের মধ্যে সংবাদ দেওয়া নেওয়ায় কম হচ্ছে৷ আপনি বিরাটকে একটি কথা ও বিসিসিআইকে আর একটি কথা বলতে কখনও শুনতে পাবেন না৷ কিছু দিন আগে কোহলির অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশিত হয়েছিল৷ বিসিসিআই কোষাধ্যক্ষ সেই খবর পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন৷ অধিনায়কত্ব ছাড়ার পুরো সিদ্ধান্ত বিরাটের৷ বিসিসিআইকে এই কথা পুরো স্বীকার করে নেওয়া উচিত৷ ’’
advertisement
বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার কারণ নিজের কাজের চাপ বলেছেন৷ কোহলি বলেছেন তাঁর ওপর খুব বেশি কাজের চাপ রয়েছে৷ গত ৮-৯ বছর ধরে তিনি তিনটি ফর্ম্যাটেই খেলছেন৷ পাশাপাশি তিন ফর্ম্যাটেই ৫-৬ বছর ধরে অধিনায়কত্বও সামলাচ্ছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli ও BCCI সম্পর্ক কিছুদিন ধরে ঠিক নেই, বড় দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement