HBD Ravichandran Ashwin: ৩৫ এ অশ্বিন, জন্মদিনে তারকা স্পিনারের অজানা গল্প

Last Updated:

সামনেই আইপিএল ২০২১-র (IPL 2021) দ্বিতীয় পর্ব, তাই রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) এবারের জন্মদিন (Happy Birthday) সংযুক্ত আরব আমিরশাহিতে৷

Happy Birthday Ravichandran Ashwin BCCI wishes- Photo-AFP
Happy Birthday Ravichandran Ashwin BCCI wishes- Photo-AFP
#মুম্বই: ভারতীয় তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর  ৩৫ হলেন৷ ভারতীয় ক্রিকেট দলের এই তারকা স্পিনারকে সকলেই জন্মদিনের (Happy Birthday) শুভেচ্ছা জানাচ্ছেন৷ বিসিসিআইও (BCCI) নিজেদের এই তারকা প্লেয়ারকে জন্মদিনে উইশ (BCCI wishes Ashwin) করেছেন৷ টেস্টে সবচেয়ে দ্রুত ৩০০ উইকেট নিয়েছেন তিনি৷ অশ্বিন জন্মেছিলেন চেন্নাইয়ে৷ ১৯৮৬ সালে তাঁর জন্ম৷ টেনিস বল ক্রিকেট খেলতে খেলতে এই ক্রিকেটার ভারতীয় দলে আসেন আর তারপর ভারতীয় স্পিন বিভাগের এক তারকা হয়ে ওঠেন৷
advertisement
advertisement
অশ্বিন আইপিএলের (IPL) মাধ্যমে নিজের নাম প্রতিষ্ঠা শুরু করেন৷ ২০১০ এ ভারতের ওয়ানডে দলের সদস্য হন তিনি৷ নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন৷ আর দুদিন বাদে থেকেই ফের শুরু হবে আইপিএল ২০২১ (IPL 2021)৷ দ্বিতীয় পর্বের আইপিএল খেলার জন্য ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটাল্সের সঙ্গে অনুশীলন সারছেন তিনি৷ জন্মদিনটা তাই সংযুক্ত আরব আমিরশাহিতেই কাটাচ্ছেন তারকা স্পিনার৷
advertisement
একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচের এক বছরের মধ্যেই টেস্ট দলে সুযোগ পান৷ যাতে নিজেকে প্রমাণিত করে প্রথম ম্যাচেই ৯ উইকেট নিয়ে নেন৷ নরেন্দ্র হিরওয়ানির সফলতম টেস্ট অভিষেকের পর রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট অভিষেক দ্বিতীয় সফল৷ দিল্লিতে খেলা সেই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন৷
advertisement
অশ্বিনের একটি মজার কাহিনী রয়েছে৷ তিনি নিজেই এক সাক্ষাৎকারে তাঁর জীবনের অজানা কাহিনী বলেছিলেন৷ টেনিস বল ক্রিকেট যখন খেলতেন তখন তাঁকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল৷ শুধু এটুকুই নয় অপহরণকারী তাঁকে আঙুল কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ অপহরণকারীর তাঁকে সেই ম্যাচে খেলতে দেননি৷ ১৪-১৫ বছর বয়স থেকে টেনিস বল টুর্নামেন্ট খেলতেন বন্ধুদের সঙ্গে৷ যাঁরা অপহরণ করেছিলেন তাঁরা তাঁকে ময়দানের কাছের একটি চায়ের দোকানে নিয়ে গিয়েছিলেন৷ অশ্বিনকে ভয় দেখালেও তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি৷
advertisement
অশ্বিন নিজের কেরিয়ারে ৭৯ টি টেস্ট ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন৷ তিনি ৩০ বার ৫ টি উইকেট নিয়েছেন৷ ৭ বার ১০ উইকেট নিয়েছেন৷ ওয়ানডে তে তিনি ১১১ টি ম্যাচে ১৫০ টি ও টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ৪৬ ম্যাচে ৫২ উইকেট নেন৷ তাঁর নামে টেস্টে ৫ টি শতরান ও ১১ টি অর্ধশতরান  করেছেন৷ তাঁকে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দলে বেছে নেওয়া হয়েছে তাঁকে ঘিরে অনেক আশা রয়েছে৷
বাংলা খবর/ খবর/IPL/
HBD Ravichandran Ashwin: ৩৫ এ অশ্বিন, জন্মদিনে তারকা স্পিনারের অজানা গল্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement