Bike পার্কিং! পুলিশে তুলে নিয়েছিল গাড়ি, বাইক মনুমেন্ট বানিয়ে Ganesh Chaturthiতে মালিকের ভাইরাল চমক!

Last Updated:

Bike Parking! কারণ ছাড়াই ট্রাফিক পুলিশের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি এই অভিনব কায়দার প্রয়োগ করেন।

special message of parking woes through bike monument in pune go viral- Photo-Representative
special message of parking woes through bike monument in pune go viral- Photo-Representative
#পুণে: পুণের এক ব্যাক্তি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিনব কায়দায় নিজের প্রতিবাদ জানালেন। বাইক পার্কিং (Bike Parking) নিয়ে বিশেষ সমস্যা৷  পুণের বাসিন্দা শচীন ধনকুড়ে (Sachin Dhankude) নামের ৫০ বছরের এক ব্যাক্তি ‘বাইক মনুমেন্ট' (Bike Monument) বানিয়ে অভিনব কায়দায় তাঁর প্রতিবাদ জানালেন। ট্রাফিক পুলিশ কোনও কারণ ছাড়াই জুনের ১৫ তারিখে তাঁর টু হুইলার নিয়ে চলে যায়। সেপ্টেম্বরের ১১ তারিখে তিনি তার বাইকটি (Bike) ফিরে পান। কারণ ছাড়াই ট্রাফিক পুলিশের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি এই অভিনব কায়দার প্রয়োগ করেন।
পুণের পড রোড (Paud Road) এরিয়ার এই বাসিন্দা গনেশ ফেস্টিভ্যালের (Ganesha Chaturthi 2021) মধ্যে তাঁর টু হুইলার নিয়ে তৈরি করেন ‘বাইক মনুমেন্ট'। একটি স্টেজের ওপর সেই টু হুইলারটি  (Bike)  রেখে, তার ডেকোরেশন করে তিনি তৈরি করেন সেই অভিনব ‘বাইক মনুমেন্ট'। ‘বাইক মনুমেন্ট'-এর এই ছবিটি ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। ধনকুড়ে জানান সকলের সামনে এই সমস্যার কথা তুলে ধরার জন্যই তিনি এই ‘বাইক মনুমেন্ট' তৈরি করেন। কারন অনেকদিন ধরেই তাঁরা পার্কিং নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই তিনি চান প্রত্যেকের কাছে যেন এই খবরটি পৌঁছে যায়।
advertisement
advertisement
ট্রাফিক পুলিশ জুনের ১৫ তারিখে কোনও কারণ ছাড়াই তারঁ টু হুইলারটি নিয়ে চলে যায়। ধনকুড়ে জানান তিনি কোনও ধরনের ট্রাফিক রুল ব্রেক করেননি এবং কোনও আইনও অমান্য করেননি। তিনি জানান ট্রাফিক পুলিশ তাঁর টু হুইলারটি তুলে নিয়ে যায় নো পার্কিং এরিয়া থেকে। এর পর তিনি অনেকবার তাদের অফিসে গেলেও, তাঁর টু হুইলারটি ফেরত দেওয়া হয়নি। এই ধরনের অন্যায় ও কোনও কারণ ছাড়াই হয়রানি সৃষ্টি করার জন্য তিনি এই অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নেন। এই ধরনের সমস্যা দিন দিন বাড়তে থাকলেও, কেউ কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। তাই ধনকুড়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিবাদ করা শুরু করেন।
advertisement
পুণে মিউনিসিপাল কর্পোরেশন (PMC) এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা শুরু হলেও, তার কোনও সুরাহা হয়নি। প্রতিনিয়ত সেখানকার মানুষদের ট্রাফিক নিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ধনকুড়ে জানিয়েছেন এর পরও প্রশাসন থেকে এই সমস্যার কোনও সুরাহা করা না হলে, তিনি তাঁর নিজের জায়গাতেই পাকাপাকি ভাবে এই ‘বাইক মনুমেন্ট' তৈরি করবেন। ধনকুড়ের প্রতিবাদের এই নতুন রাস্তা কোনও সঠিক দিশা দেখাতে পারে কিনা, তা কিন্তু সময়ই বলবে!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bike পার্কিং! পুলিশে তুলে নিয়েছিল গাড়ি, বাইক মনুমেন্ট বানিয়ে Ganesh Chaturthiতে মালিকের ভাইরাল চমক!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement