হোম /খবর /চাকরি ও শিক্ষা /
পাবলিক সার্ভিস কমিশনে এগ্রিকালচারাল অফিসার ও অন্যান্য পদে নিয়োগ, জানুন

HPSC SDAO Recruitment: পাবলিক সার্ভিস কমিশনে এগ্রিকালচারাল অফিসার ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!

Job Vacacy hpsc sdao apply- Photo-Representative

Job Vacacy hpsc sdao apply- Photo-Representative

Job Vacancy- ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে HPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে hpsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

  • Share this:

#চণ্ডীগড়: হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (Haryana Public Service Commission) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে সাব ডিভিশনাল এগ্রিকালচারাল অফিসার এবং সমযোগ্যতা সম্পন্ন (ক্লাস- ২) অন্যান্য পদে নিয়োগের কথা (Job Vacancy)ঘোষণা করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে HPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে hpsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

HPSC SDAO Recruitment: আবেদনের তারিখ

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ৬ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।

HPSC SDAO Recruitment: শূন্যপদের সংখ্যা

কমিশনের তরফে মোট ২৬টি পদ রয়েছে বলে জানানও হয়েছে।

আরও পড়ুন - HBD Ravichandran Ashwin: ৩৫ এ অশ্বিন, জন্মদিনে তারকা স্পিনারের অজানা গল্প

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (HPSC)

পদের নাম: সাব ডিভিশনাল এগ্রিকালচারাল অফিসার, সমযোগ্যতা সম্পন্ন (ক্লাস- ২) পদ

শূন্যপদের সংখ্যা: ২৬

কাজের স্থান: হরিয়ানা

কাজের ধরন: সরকারি কাজ

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: এগ্রিকালচারে B.Sc অনার্স, M.Sc. ডিগ্রি, হিন্দি ভাষা জানতে হবে

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আরও পড়ুন - Weather Update: Bengal-এ ফের প্রবল দুর্যোগের আশঙ্কা, একাধিক জায়গায় Massive Rain alert জারি

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে

আবেদনের শেষ দিন: ০৬.১০.২০২১

HPSC SDAO Recruitment: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারে B.Sc অনার্স এবং M.Sc. ডিগ্রি থাকতে হবে। এছাড়াও দশম শ্রেণি পর্যন্ত সংস্কৃত বা হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে অথবা B.A/M.A-তে হিন্দি একটি বিষয় হিসেবে থাকা বাধযতামূলক।

HPSC SDAO Recruitment: বয়সসীমা

১ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর এবং সর্বনিম্ন ২১ বছর ধার্য করা হয়েছে।

HPSC SDAO Recruitment: আবেদন ফি

পুরুষ প্রার্থী এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির (অন্যান্য রাজ্যের ক্ষেত্রে) প্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে। সমস্ত মহিলা প্রার্থীদের ২৫০ টাকা এবং হরিয়ানার বসবাসকারী SC/ BC-A/ BC-B/ ESM/ EWS ক্যাটাগরির মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন- https://qa-efmprd.tcsion.com/EForms/configuredHtml/31253/71924/Index.html

HPSC SDAO Recruitment: আবেদন পদ্ধতি

প্রথমে HPSC–এর অফিসিয়াল ওয়েবসাইটের hpsc.gov.in হোমপেজে গিয়ে ‘Advertisements’ ট্যাবে ক্লিক করতে হবে। এর পর "Click here to apply online" অপশনে ক্লিক করে "Advertisement No. 5 of 2021 - for the Posts of Sub Divisional Agriculture Officer in Agriculture & Farmers Welfare Department" লেখা লিঙ্কে ক্লিক করলেই "New Registration"-এর অপশন পাওয়া যাবে। এর পর সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

Published by:Debalina Datta
First published:

Tags: Job, Job Vacancy, Vacancy