Viral Video: যাস্তিকা ভাটিয়া অনুষ্কাকে করলেন রান আউট, ভিডিও নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না
- Published by:Debalina Datta
Last Updated:
যাস্তিকা ভাটিয়া -র ভিডিও এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে৷
#মুম্বই: উইকেটকিপারের ক্ষিপ্রতা বলবেন নাকি দারুণ চালাক- নিশানায় অব্যর্থ লক্ষ্যে পৌঁছে গিয়ে নিজেকে ভাইরাল ভিডিও করে ফেললেন৷ মহিলা ক্রিকেটারের ভাইরাল ভিডিও দেখে চমকে যাচ্ছেন৷ আর ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় নেয়নি৷ এই ঘটনা ঘটেছে ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের সিরিজ চলাকালীন৷ ভারতীয় উইকেটরক্ষক যাস্তিকা ভাটিয়া -র ভিডিও এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে৷
যাস্তিকা - পালেকলে হওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডে-তে আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার উইকেটকিপার অনুষ্কা সঞ্জীবনী নিজের কামাল উইকেটকিপিংয়ে একেবারে বাজিমাত করলেন৷ এভাবে প্যাভিলিয়নে ফিরলেন বিপক্ষের ব্যাটসম্যান৷
আরও পড়ুন - Birbhum News : পোলের বদলে বাঁশের খুঁটি দিয়ে পার করা হচ্ছে বিদ্যুতের তার, ভয়ঙ্কর অবস্থা
advertisement
দেখে নিন ঠিক কী কী হয়েছিল আউট হওয়ার সময়ে
advertisement
What separates good keepers from the best? Alertness! @YastikaBhatia showed sheer wit and presence of mind with this "stumping"!
Watch all the action from India Women's tour of Sri Lanka FOR FREE, LIVE on #FanCode 👉https://t.co/66xRNVrDpw@BCCIWomen@OfficialSLC#SLvIND pic.twitter.com/B7dTLKoEfA — FanCode (@FanCode) July 4, 2022
advertisement
থার্ড আম্পায়রকেও আউটটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতে থাকেন যে অনুষ্কা আউট হলেন কিনা৷ অনুষ্কা সত্যি সত্যিই ক্রিজ থেকে কয়েক সেকেন্ডের ভগ্নাংশে পা তুলেছিলেন৷ অনুষ্কা দলের ৭০ রানে আউট হয়েছিল৷ তিনি ৪৪ বলে ২ টি চারের সাহায্যে ২৫ রান করেছিলেন৷
আরও পড়ুন - ডুয়ার্স বেড়াতে ভালবাসেন, উত্তরবঙ্গের দ্বিতীয় বিমানবন্দর গড়ে উঠবে হাসিমারায়,সবুজ সংকেত কেন্দ্রের
advertisement
শ্রীলঙ্কার মহিলা দল ৫০ ওভারে ১৭৩ রান করেছিল৷ এমা কাঞ্চনা ৪৭ রান করে অপরাজিত ছিল৷ তিনি ৮৩ বলে নিজের ইনিংস ২ টি চারের সাহায্যে করেন৷ এছাড়া নীলাক্ষি ডি সিলভা ৬২ বলে ৩ টি চারের সাহায্যে ৩২ রান৷
ভারতের হয়ে রেণুকা সিং ৪ উইকেট নেন৷ যেখানে মেঘনা সিং এবং দীপ্তি শর্মা ২-২ উইকেট নেন৷ ভারত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম মোকাবিলা ৪ উইকেটে জেতে৷ তারা শ্রীলঙ্কাকে ২-১ হারায়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2022 8:07 PM IST