#ওভাল : বিরাট কোহলি, সবসময়েই স্পেশাল৷ তাঁর সবকিছুই আর পাঁচজনের থেকে আলাদা৷ তাঁর আবেগের প্রকাশ নিয়ে হেডলাইন হয় না এমন হয় না৷ চতুর্থ টেস্ট ম্যাচে বিভিন্ন দিনে বিভিন্ন রকম খেলার ওঠাপড়া চলে৷ আর তার সঙ্গেই চলে বিরাটের মুডের ওঠাপড়াও৷ প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন অধিনায়ক কোহলি৷ তিনি আউট হয়ে যান মইন আলির বলে৷ আর এরপর টেলিভিশন ক্যামেরায় ড্রেসিং রুমে তাঁকে নিজের ওপর হতাশা উগরাতে দেখা যায়৷
সেখানে তিনি দেওয়ালে ঘুঁসি মারছেন এরকম দেখা যায়৷ আর সেই ছবি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷
🙂🤞@imVkohli pic.twitter.com/GBwu9Zz0by
— King Kohli Era™ (@virat_fanboyy) September 5, 2021
আবার এই ম্যাচেই চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের একের পর এক উইকেট যখন পড়ছে আর ম্যাচ জয়ের দমদার গন্ধ ভারত পাচ্ছে তখন বিরাটের সেলিব্রেশন স্পেশাল হবে না তা কি হতে পারে৷ তাই এদিন বিরাট একেবারে মাঠের মধ্যে হাতে বাঁশি বাজানোর ভঙ্গি করতে শুরু করেন৷ অনেকটা সাপকে বিন বাজিয়ে যে ধারায় বশ করে এটাও সেই ধরণের সেলিব্রেশন ছিল৷
ব্যাস কোহলির এই বাঁশি বাজানোর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরা জোর চর্চা শুরু করেন৷
Captain Virat Kohli's Celebration. #INDvENG pic.twitter.com/B6H84RlnSe
— CricketMAN2 (@man4_cricket) September 6, 2021
Kaptaan Sahab khush 🥳@imVkohli #IndvsEng pic.twitter.com/A46kou4bPd
— Manu ♡ (@Mansi_vk03) September 6, 2021
এদিকে বিরাটও এদিন সিরিজে এগিয়ে যাওয়ার পর নিজের দলের ক্রিকেটারদের পাশাপাশি বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ সমস্ত বোলারদের পাশাপাশি তিনি বিশেষভাবে উল্লেখ করেন শার্দুল ঠাকুরের নাম, কারণ শার্দুল গুরুত্ব সময়ে বল হাতে ব্রেক থ্রু দেওয়ার পাশাপাশি দুই ইনিংসেই ব্যাট হাতেও সফল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, Indian Cricket Team, Virat Kohli