দেওয়ালে হাত ঠোকা থেকে, মাঠে সাপের বিন বাজানো, Virat-এর আবেগ সবসময়েই Viral

Last Updated:

Ind vs Eng: তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক নিজেকে বদলাবেন না বিরাট আর তাঁর এই নাছোড় মানসিকতাতেই ওভালে ইতিহাস গড়ল ভারত৷

Ind vs Eng: Virat Kohli's different emptional expressions goes viral- Photo Courtesy- Twitter
Ind vs Eng: Virat Kohli's different emptional expressions goes viral- Photo Courtesy- Twitter
#ওভাল : বিরাট কোহলি, সবসময়েই স্পেশাল৷ তাঁর সবকিছুই আর পাঁচজনের থেকে আলাদা৷ তাঁর আবেগের প্রকাশ নিয়ে হেডলাইন হয় না এমন হয় না৷ চতুর্থ টেস্ট ম্যাচে বিভিন্ন দিনে বিভিন্ন রকম খেলার ওঠাপড়া চলে৷ আর তার সঙ্গেই চলে বিরাটের মুডের ওঠাপড়াও৷ প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন অধিনায়ক কোহলি৷ তিনি আউট হয়ে যান মইন আলির বলে৷ আর এরপর টেলিভিশন ক্যামেরায় ড্রেসিং রুমে তাঁকে নিজের ওপর হতাশা উগরাতে দেখা যায়৷
সেখানে তিনি দেওয়ালে ঘুঁসি মারছেন এরকম দেখা যায়৷ আর সেই ছবি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷
advertisement
আসলে অধিনায়ক কোহলি এই টেস্ট ম্যাচ শুরুর আগে প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন৷ আর তাই এই টেস্টে ফের একবার নিজেকে প্রমাণ করার ছিল৷ তাই এই হতাশাও ছিল চোখে পড়ার মতো৷
advertisement
আবার এই ম্যাচেই চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের একের পর এক উইকেট যখন পড়ছে আর ম্যাচ জয়ের দমদার গন্ধ ভারত পাচ্ছে তখন বিরাটের সেলিব্রেশন স্পেশাল হবে না তা কি হতে পারে৷ তাই এদিন বিরাট একেবারে মাঠের মধ্যে হাতে বাঁশি বাজানোর ভঙ্গি করতে শুরু করেন৷ অনেকটা সাপকে বিন বাজিয়ে যে ধারায় বশ করে এটাও সেই ধরণের সেলিব্রেশন ছিল৷
advertisement
ব্যাস কোহলির এই বাঁশি বাজানোর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরা জোর চর্চা শুরু করেন৷
advertisement
এদিকে বিরাটও এদিন সিরিজে এগিয়ে যাওয়ার পর নিজের দলের ক্রিকেটারদের পাশাপাশি বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ সমস্ত বোলারদের পাশাপাশি তিনি বিশেষভাবে উল্লেখ করেন শার্দুল ঠাকুরের নাম, কারণ শার্দুল গুরুত্ব সময়ে বল হাতে ব্রেক থ্রু দেওয়ার পাশাপাশি দুই ইনিংসেই ব্যাট হাতেও সফল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দেওয়ালে হাত ঠোকা থেকে, মাঠে সাপের বিন বাজানো, Virat-এর আবেগ সবসময়েই Viral
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement