দেওয়ালে হাত ঠোকা থেকে, মাঠে সাপের বিন বাজানো, Virat-এর আবেগ সবসময়েই Viral
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Eng: তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক নিজেকে বদলাবেন না বিরাট আর তাঁর এই নাছোড় মানসিকতাতেই ওভালে ইতিহাস গড়ল ভারত৷
#ওভাল : বিরাট কোহলি, সবসময়েই স্পেশাল৷ তাঁর সবকিছুই আর পাঁচজনের থেকে আলাদা৷ তাঁর আবেগের প্রকাশ নিয়ে হেডলাইন হয় না এমন হয় না৷ চতুর্থ টেস্ট ম্যাচে বিভিন্ন দিনে বিভিন্ন রকম খেলার ওঠাপড়া চলে৷ আর তার সঙ্গেই চলে বিরাটের মুডের ওঠাপড়াও৷ প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন অধিনায়ক কোহলি৷ তিনি আউট হয়ে যান মইন আলির বলে৷ আর এরপর টেলিভিশন ক্যামেরায় ড্রেসিং রুমে তাঁকে নিজের ওপর হতাশা উগরাতে দেখা যায়৷
সেখানে তিনি দেওয়ালে ঘুঁসি মারছেন এরকম দেখা যায়৷ আর সেই ছবি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷
🙂🤞@imVkohli pic.twitter.com/GBwu9Zz0by
— King Kohli Era™ (@virat_fanboyy) September 5, 2021
advertisement
আসলে অধিনায়ক কোহলি এই টেস্ট ম্যাচ শুরুর আগে প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন৷ আর তাই এই টেস্টে ফের একবার নিজেকে প্রমাণ করার ছিল৷ তাই এই হতাশাও ছিল চোখে পড়ার মতো৷
advertisement

আবার এই ম্যাচেই চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের একের পর এক উইকেট যখন পড়ছে আর ম্যাচ জয়ের দমদার গন্ধ ভারত পাচ্ছে তখন বিরাটের সেলিব্রেশন স্পেশাল হবে না তা কি হতে পারে৷ তাই এদিন বিরাট একেবারে মাঠের মধ্যে হাতে বাঁশি বাজানোর ভঙ্গি করতে শুরু করেন৷ অনেকটা সাপকে বিন বাজিয়ে যে ধারায় বশ করে এটাও সেই ধরণের সেলিব্রেশন ছিল৷
advertisement
ব্যাস কোহলির এই বাঁশি বাজানোর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরা জোর চর্চা শুরু করেন৷
Captain Virat Kohli's Celebration. #INDvENG pic.twitter.com/B6H84RlnSe
— CricketMAN2 (@man4_cricket) September 6, 2021
Kaptaan Sahab khush 🥳@imVkohli #IndvsEng pic.twitter.com/A46kou4bPd
— Manu ♡ (@Mansi_vk03) September 6, 2021
advertisement
এদিকে বিরাটও এদিন সিরিজে এগিয়ে যাওয়ার পর নিজের দলের ক্রিকেটারদের পাশাপাশি বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ সমস্ত বোলারদের পাশাপাশি তিনি বিশেষভাবে উল্লেখ করেন শার্দুল ঠাকুরের নাম, কারণ শার্দুল গুরুত্ব সময়ে বল হাতে ব্রেক থ্রু দেওয়ার পাশাপাশি দুই ইনিংসেই ব্যাট হাতেও সফল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2021 10:58 PM IST








