ICC T20 World Cup 2021: কার নাম কাটা গেল, কার ভাগ্যে শিকে ছিঁড়ল, দেখে নিন বিশ্বকাপ দলে বদল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ( ICC T20 World Cup 2021)ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) বদল আসবে, গুঞ্জন ছিল
#মুম্বই: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ( ICC T20 World Cup 2021)ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) বদল আসবে, গুঞ্জন ছিল অনেকগুলি নাম নিয়ে৷ আলোচনায় ছিল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সহ একাধিক নাম৷ কার নাম কাটা পড়বে নতুন কে দলে আসবে তার জল্পনা এবার শেষ৷ দলে এলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)৷
আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২১ -এ (ICC T20 World Cup 2021) ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) বড় বদল ঘোষণা করল বিসিসিআই৷ অক্ষর প্যাটেলকে সরিয়ে তাঁর জায়গায় ১৫ জনের দলে সুযোগ পেলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)৷ অক্ষর প্যাটেলকে স্ট্যান্ডবাই ক্রিকেটার করে দেওয়া হয়েছে৷ তবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) জায়গা অক্ষুন্ন রয়েছে৷
advertisement
advertisement
পান্ডিয়ার ওপর ভরসা রাখল বিসিসিআই
হার্দিক পান্ডিয়া বেশ লম্বা সময় ধরে ফর্মের ধারেকাছ নেই৷ আইপিএল ২০২১ -র দ্বিতীয় পর্বে তিনি মাত্র ৭৫ রান করেছেন৷ বিশেষ কথা এই যে আইপিএল ২০২১-এ তিনি একবারও বোলিং করেননি৷ কিন্তু এত কিছুর পরেও তাঁর নাম কাটা যায়নি৷ তাঁর ওপর আস্থা রাখছে বিসিসিআই৷ আশা করা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে তিনি দারুণ পারফরম্যান্স করবেন ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে৷
advertisement
শার্দুল ঠাকুর করলেন প্রভাবিত
আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বে দারুণ পারফরম্যান্স শার্দুল ঠাকুরের৷ তিনি ১৫ ম্যাচে ২৭.১৭ গড়ে ১৮ উইকেট নিয়েছেন৷ দ্বিতীয় পর্বে তিনি ১৭.০৭ গড়ে ১৩ উইকেট নিয়েছেন৷ এদিকে টি টোয়েন্টিতে ২২ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর৷ তাঁর সেরা বোলিং ২৭ রানে ৪ উইকেট৷
আরও পড়ুন - Lifestyle: Durga Puja-র আমেজ ছড়িয়ে পড়ুক প্রতি কোণে; সামান্য বদলেই ঝলমলিয়ে উঠুক গৃহকোণ!
advertisement
এই ক্রিকেটাররা করবেন অনুশীলন
বিসিসিআই সেই ক্রিকেটারদের সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল হয়ে যাওয়ার পরেও থেকে যেতে বলেছেন যাঁরা দলের সঙ্গে অনুশীলন করবেন৷ এই তালিকায় রয়েছেন আবেশ খান, উমরান মলিক, হর্ষিল প্যাটেল, কুলকামন মেরিবালা, ভেঙ্কটেশ আয়ার, কর্ণ শর্মা, শাহবাজ আহমেদ, ও গৌতম৷
আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল - বিরাট কোহলি, রোহিতশর্মা, কেএল রাহুল , সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহস ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি৷
advertisement
স্ট্যান্ডবাই- শ্রেয়স আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2021 8:14 PM IST