IPL 2021: KKR vs DC Playoff: ফাইনালের টিকিট পেতে কেকেআরের টার্গেট ১৩৬
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021: কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷
#শারজা: আইপিএলের (IPL 2021) দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটাল্স৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷ দলের হয়ে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের ৩৬৷
Qualifier 2. 19.6: S Mavi to S Iyer, 6 runs, 135/5 https://t.co/UlVZZvI538 #Qualifier2 #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
advertisement
এদিন শুরু থেকেই দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটাল্স৷ দলের ৩২ রানে প্রথম উইকেট হিসেবে পৃথ্বী শ-কে হারায় দিল্লি৷ উইকেট নেন বরুণ অ্যারন৷ এরপর শ্রেয়স আইয়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থ৷ তিনি করেন ৬ রান৷ হেটমেয়ার ১০ বলে ১৭ রান করলেও সেভাবে বড় রান করতে পারেননি৷ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ২ টি, লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট নেন৷
advertisement
আরও পড়ুন - ICC T20 World Cup 2021: কার নাম কাটা গেল, কার ভাগ্যে শিকে ছিঁড়ল, দেখে নিন বিশ্বকাপ দলে বদল
আইপিএল ২০২১এ (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷
advertisement
We play with an unchanged XI today in Qualifier 2️⃣#KKRvDC #KKR #AmiKKR #IPL2021 pic.twitter.com/GBFILnLwUp
— KolkataKnightRiders (@KKRiders) October 13, 2021
The 𝘐𝘯𝘤𝘳𝘦𝘥𝘪𝘣𝘭𝘦 arrival we have all been waiting for 🤩
What are your thoughts on tonight's Playing XI? 💪🏼#YehHaiNayiDilli #IPL2021 #DCvKKR pic.twitter.com/226lcgaVjb — Delhi Capitals (@DelhiCapitals) October 13, 2021
advertisement
কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ তারপরেই আইপিএল প্লেঅফে (Playoff) দ্বিতীয় লাইফলাইন কেকেআরের, দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে শারজাতে ধুন্ধুমার হবে ২২ গজ৷ বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2021 9:22 PM IST