IPL 2021: KKR vs DC Playoff: ফাইনালের টিকিট পেতে কেকেআরের টার্গেট ১৩৬

Last Updated:

IPL 2021: কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷

 IPL 2021: Know 1st Innings of KKR vs DC playoff , know what total has to kkr chase- Photo Courtesy- IPL/ Twitter
IPL 2021: Know 1st Innings of KKR vs DC playoff , know what total has to kkr chase- Photo Courtesy- IPL/ Twitter
#শারজা: আইপিএলের (IPL 2021)  দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট  হারিয়ে ১৩৫ রান তুলল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটাল্স৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷ দলের হয়ে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের ৩৬৷
advertisement
এদিন শুরু থেকেই দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটাল্স৷ দলের ৩২ রানে প্রথম উইকেট হিসেবে পৃথ্বী শ-কে হারায় দিল্লি৷ উইকেট নেন বরুণ অ্যারন৷ এরপর শ্রেয়স আইয়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থ৷ তিনি করেন ৬ রান৷ হেটমেয়ার ১০ বলে ১৭ রান করলেও সেভাবে বড় রান করতে পারেননি৷ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ২ টি, লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট নেন৷
advertisement
আইপিএল ২০২১এ  (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স  (KKR vs DC)  ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷
advertisement
advertisement
কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ তারপরেই আইপিএল প্লেঅফে (Playoff) দ্বিতীয় লাইফলাইন কেকেআরের, দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে শারজাতে ধুন্ধুমার হবে ২২ গজ৷ বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: KKR vs DC Playoff: ফাইনালের টিকিট পেতে কেকেআরের টার্গেট ১৩৬
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement