ভারতীয় সমর্থকদের ঘাড় ধাক্কা! এশিয়া কাপের ফাইনালে 'ভারত আর্মি'কে চূড়ান্ত অপমান

Last Updated:

Indian Fans Snubbed At Asia Cup 2022: ভারতীয় দলের জার্সি ছিল গায়ে। তাই ভারতীয়দের উপর এমন হামলা!

#দুবাই: ভারতীয় ভক্তরা ক্রিকেট ম্যাচ উপভোগ করতে সারা বিশ্বে ঘুরে বেড়ান। কিন্তু এমন অপমান এর আগে তাঁদের কখনও হয়েছে কি না সন্দেহ!
সংযুক্ত আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় সমর্থকদের ঘাড় ধাক্কা দেওয়া হল বলে অভিযোগ। রোববার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করেছিল শ্রীলঙ্কা। পাকিস্তানকে জেতার জন্য ১৭১ রান টার্গেট দেয় তারা। কিন্তু এই ম্যাচ শুরুর আগে বড় বিতর্ক দেখা দেয়। ভারতীয় ভক্তদের দাবি, তাঁরা টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে ঢুকতে চেয়েছিলেন। তখনই তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন- পাক বোলারদের দাপট সামলে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখলেন রাজাপক্ষ
ভিডিওটিতে ট্যাগ করে আইসিসি এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলকে  এমন অপমানের কারণ জিজ্ঞাসা করেছে ভারত আর্মি। তারা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। টুর্নামেন্ট আয়োজক এবং পুলিশ তাদের বলেছিল, স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনই অভিযোগ করেছেন ভারতীয় সমর্থকরা।
advertisement
ভারতীয় সমর্থকদের লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ। এমনকী তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এমন ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
advertisement
ভারতীয় সমর্থকরা জানিয়েছেন, ভারতীয় দলের জার্সি পরে ঢোকা যাবে না। এমনই বলা হয় আমাদের। আমরা বাড়ি থেকে দূরে। এই অবস্থায় তাড়াহুড়ো করে পোশাক পরিবর্তন করেও আমরা আসতে পারি না। এর আগে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচে সমর্থকদের মধ্যে বিবাদ হয়েছিল। পরে এই মামলায় গ্রেপ্তারও হয় কয়েকজন।
আরও পড়ুন- বিশ্বকাপে ভারত তিন গুণ শক্তি বাড়িয়ে আসবে! পাকিস্তানকে আগাম সাবধান করলেন রামিজ রাজা
বিপুল সংখ্যক ভারতীয় সংযুক্ত আরব আমিরশাহীতে থাকেন। তাঁদের অনেকেই এশিয়া কাপ ফাইনাল দেখতে মাঠে গিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় সমর্থকদের ঘাড় ধাক্কা! এশিয়া কাপের ফাইনালে 'ভারত আর্মি'কে চূড়ান্ত অপমান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement