বিশ্বকাপে ভারত তিন গুণ শক্তি বাড়িয়ে আসবে! পাকিস্তানকে আগাম সাবধান করলেন রামিজ রাজা

Last Updated:

India will come strong in T20 World Cup predicts Pakistan cricket board chairman Ramiz Raja. বিশ্বকাপে ভারত তিন গুণ শক্তি বাড়িয়ে আসবে! পাকিস্তানকে সাবধান করলেন রামিজ রাজা

ভারতের রিজার্ভ বেঞ্চ সবচেয়ে শক্তিশালী, বলছেন রামিজ
ভারতের রিজার্ভ বেঞ্চ সবচেয়ে শক্তিশালী, বলছেন রামিজ
#দুবাই: পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রামিজ রাজা খুশি যেভাবে তার দল পারফর্ম করে চলেছে। বিশেষ করে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই প্রচন্ড ধারাবাহিক পাকিস্তান। এবারের এশিয়া কাপে ও ফাইনাল খেলছে তারা। ভারত ছিটকে গিয়েছে লঙ্কা এবং পাকিস্তানের কাছে হেরে। তাতে যারা আনন্দ করছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন পিসিবি প্রেসিডেন্ট।
রমিজ রাজা মনে করেন ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনগুণ শক্তি বাড়িয়ে মাঠে নামবে। এই এশিয়া কাপ দেখে তাদের বিচার করতে যাওয়া মুর্খামি। ভারত এই টুর্নামেন্ট অ্যাসিড টেস্ট হিসেবে দেখেছিল। রামিজ জানিয়েছেন ভারতের বেঞ্চ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাদের যোগ্য ক্রিকেটারের সংখ্যা পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ তো বটেই, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার তুলনায় বেশি।
advertisement
advertisement
তাই তারা এক্সপেরিমেন্ট করতে পারে। সেটাই এই এশিয়া কাপে হয়তো তাদের ছিটকে দিয়েছিল। যখন অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহ এবং সম্ভবত আরও কয়েকজন ভারতীয় দলে ফিরবেন, তাদের শক্তি অনেক বেড়ে যাবে। সেই তুলনায় পাকিস্তানের প্রথম এগারো যতটা শক্তিশালী, রিজার্ভ বেঞ্চ ততটা নয়। ফলে পাকিস্তানের সেট দল খেলানোর ক্ষেত্রে সুবিধা আছে।
advertisement
কিন্তু এই ১১ জনের মধ্যে যদি কারও চোট লেগে যায় তাহলে মুশকিলে পড়ে যাবে পাকিস্তান। সেটা কিছুটা ভাগ্যের ব্যাপার। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সুবাদে রামিজ জানেন এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যে কোনও মূল্যে ঘরে তুলতে চাইবে ভারত। হার্দিক পান্ডিয়া ছন্দে আছেন, রোহিত এবং রাহুল ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
advertisement
সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বিরাট কোহলির সেঞ্চুরি। বোলিং বিভাগেও ভারত যথেষ্ট ব্যালেন্স দল। নিজের অভিজ্ঞতা থেকে এবং পাকিস্তান দলের সুচিন্তক হিসেবে তিনি বাবর, রেজওয়ান, ফখরদের শুধু সাবধান করে দিতে চান। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে মেলবোর্নে ভারত বনাম পাকিস্তান দিয়ে। সেটাও ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ বড় প্রাপ্তি হতে চলেছে বলছেন রাজা।
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে ভারত তিন গুণ শক্তি বাড়িয়ে আসবে! পাকিস্তানকে আগাম সাবধান করলেন রামিজ রাজা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement