কোপার কাউন্টডাউন শুরু, প্রস্তুত আমেরিকা
Last Updated:
ভোটের ময়দানে ফুটবলের উত্তেজনা। হিলারি-ট্রাম্পদের মধ্যেই সকার নিয়ে পাগল হতে শুরু করেছে আমেরিকা। ওয়াশিংটন থেকে কিক-অফ হবে শতবর্ষের কোপার। ষোলো দেশের মধ্যে একজনই চ্যাম্পিয়ন।
#নিউইয়র্ক: ভোটের ময়দানে ফুটবলের উত্তেজনা। হিলারি-ট্রাম্পদের মধ্যেই সকার নিয়ে পাগল হতে শুরু করেছে আমেরিকা। ওয়াশিংটন থেকে কিক-অফ হবে শতবর্ষের কোপার। ষোলো দেশের মধ্যে একজনই চ্যাম্পিয়ন।
বিশ্ব ফুটবলের প্রাচীন টুর্নামেন্ট। আগামী ৩ জুন যার বয়স হচ্ছে একশো বছর। পেলে থেকে মারাদোনো, মেসি থেকে নেইমার --- সবার পায়ের ছোঁয়া লাতিন আমেরিকার এই ফুটবল যজ্ঞ এক অন্য উচ্চতা পেয়েছে। এবার গন্তব্য আমেরিকা। চারটি গ্রুপে মোট ১৬টি দল।
গ্রুপ এ থেকে শুরু আয়োজক দেশ আমেরিকা সঙ্গে কলম্বিয়া, কোস্টারিকা এবং প্যারাগুয়ে। গ্রুপ বি’তে ব্রাজিল। সঙ্গে ইকুয়েডর, সনি নর্ডির হাইতি আর পেরু। গ্রুপ সি’তে মেক্সিকো, উরুগুয়ের সঙ্গে উসেন বোল্টের জামাইকা আর ভেনেজুয়েলা। তবে সবার নজর গ্রুপ ডি’র দিকে। কারণ, এই গ্রুপেই রয়েছে গতবারের চ্যাম্পিয়ন চিলি আর রানার্স আর্জেন্টিনা। সঙ্গে পানামা আর বলিভিয়া।
advertisement
advertisement
৩ থেকে ২৩ জুন। এই সময়সীমার জন্য ভোট ভুলে থাকবেন মার্কিনরা। দাবি উদ্যোক্তাদের। ভারতীয় সময়ে উল্লেখযোগ্য কয়েকটি ম্যাচ
৪ জুন ---- আমেরিকা বনাম কলম্বিয়া (সকাল ৭.৩০),৬ জুন --- মেক্সিকো বনাম উরুগুয়ে (সকাল ৭.৩০),
৭ জুন --- আর্জেন্টিনা বনাম চিলি (সকাল ৭.৩০), ৯ জুন --- ব্রাজিল বনাম হাইতি (সকাল ৫টা),
advertisement
১৫ জুন --- ব্রাজিল বনাম বলিভিয়া (সকাল ৭.৩০)
সবমিলিয়ে রাগবির দেশে ফুটবল। ১৯৯৪ বিশ্বকাপের পর আবার একটা বড় ফুটবলের আসর। কাউন্টডাউন শুরু ওবামার আমেরিকায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2016 5:31 PM IST