Balasore Train Accident: বালাসোর দুর্ঘটনায় মানবিক বীরেন্দ্র সেহওয়াগ, নিতে চান নিহতদের সন্তানদের বিনা খরচায় পড়াশোনার দায়িত্ব

Last Updated:

Balasore Train Accident: বালাসোরের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় দঃখ প্রকাশ করেছেন একাধিক তারকা ক্রিকেটারও। এবার দুঃখপ্রকাশের পাশাপাশি মানবিক উদ্যোগের কথা জানালেন প্রাক্ত ভারতীয় তারকা ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।

দিল্লি: ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টার বেশি সময়। দুর্ঘটনার বিভৎসতায় এখনও আঁতকে উঠছেন সকলেই। শুক্রবার রাতে ওড়িশার বাহানাগা বাজার স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস সহ মোট তিনটি ট্রেন। ঘটনায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১০০০ এর কাছাকাছি মানুষ। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্ধারকাজ শেষ হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন একাধিক তারকা ক্রিকেটারও। এবার দুঃখপ্রকাশের পাশাপাশি মানবিক উদ্যোগের কথা জানালেন প্রাক্ত ভারতীয় তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
রবিবার ট্যুইট করে বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেন বীরেন্দ্র সেহওয়াগ। এই মর্মান্তিক ঘটনার ছবি সকলকে অনেক দিন তাড়া করে বেড়াবে বলেও জানান সেওয়াগ। সেই সঙ্গে বীরেন্দ্র সেহওয়াগ মানবিকতার পরিচয় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। দুর্ঘটনায় নিহতদের সন্তানকে নিজের স্কুলে বিনা খরচায় পড়াশোনা ও দেখভালের দায়িত্ব নিতে চান বলেও জানান তারকা ক্রিকেটার। সহবাগ আন্তর্জাতিক স্কুলে সকলে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে পারবে বলে জানান সেওয়াগ।
advertisement
advertisement
advertisement
বীরেন্দ্র সেহওয়াগের এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যেখানে অবেক তারকারাই শুধু দুঃখ প্রকাশ করে ক্ষান্ত থেকেছেন, সেখানে সেহওয়াগ শুধু দুঃখ প্রকাশে আটকে না থেকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার প্রশংসা করেছেন নেটিজেনরা। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও কোভিড অতিমারী থেকে শুরু করে নানা ঘটনায় বীরেন্দ্র সেহওয়াগের মানবিক রূপ আমরা সকলেই দেখেছি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Balasore Train Accident: বালাসোর দুর্ঘটনায় মানবিক বীরেন্দ্র সেহওয়াগ, নিতে চান নিহতদের সন্তানদের বিনা খরচায় পড়াশোনার দায়িত্ব
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement