WTC Final 2023, IND vs AUS: কোন নিয়মে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কার সুবিধা বেশি, ড্র হলে জিতবে কে, রইল সব নিয়ম

Last Updated:
WTC Final 2023, IND vs AUS: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেহেতু এক ম্যাচের খেলা, কোনও সিরিজ নয়। ফলে ক্রিকেট ফ্যানেদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে কোন নিয়মে হবে খেলা, ড্র হলে, বৃষ্টি হলে কী হবে সহ আরও একাধিক বিষয়। রইল বিস্তারিত।
1/8
২০২১ থেকে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দফা লড়াইয়ের পর এক ও দুই নম্বর ফাইনালে পৌছেছে। ৭ জুন থেকে ১১ জুন ওভালে মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
২০২১ থেকে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দফা লড়াইয়ের পর এক ও দুই নম্বর ফাইনালে পৌছেছে। ৭ জুন থেকে ১১ জুন ওভালে মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
advertisement
2/8
বিগত ২ বছরের লড়াইয়ে অস্ট্রেলিয়া ১১টি জয়, ৩টি হার, ৬৬.৬৭ জয়ের গড় নিয়ে শীর্ষে থেকে ফাইনালে পৌছেছে। ভারত ১০টি জয়, ৫টি হার ও জয়ের গড় ৫৮.৮ নিয়ে দ্বিতীয় হিসেবে ফাইনালে।
বিগত ২ বছরের লড়াইয়ে অস্ট্রেলিয়া ১১টি জয়, ৩টি হার, ৬৬.৬৭ জয়ের গড় নিয়ে শীর্ষে থেকে ফাইনালে পৌছেছে। ভারত ১০টি জয়, ৫টি হার ও জয়ের গড় ৫৮.৮ নিয়ে দ্বিতীয় হিসেবে ফাইনালে।
advertisement
3/8
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেহেতু এক ম্যাচের খেলা, কোনও সিরিজ নয়। ফলে ক্রিকেট ফ্যানেদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে কোন নিয়মে হবে খেলা, ড্র হলে, বৃষ্টি হলে কী হবে সহ আরও একাধিক বিষয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেহেতু এক ম্যাচের খেলা, কোনও সিরিজ নয়। ফলে ক্রিকেট ফ্যানেদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে কোন নিয়মে হবে খেলা, ড্র হলে, বৃষ্টি হলে কী হবে সহ আরও একাধিক বিষয়।
advertisement
4/8
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইবাল আর পাঁচটা টেস্ট ম্যাচের মতন ৫ দিনেরই খেলা। তবে এখানে ১ দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে রিজার্ভ ডে-তে খেলা হতে গেলে একাধিক শর্ত রয়েছে। খেলা হবে ডিউক বলে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইবাল আর পাঁচটা টেস্ট ম্যাচের মতন ৫ দিনেরই খেলা। তবে এখানে ১ দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে রিজার্ভ ডে-তে খেলা হতে গেলে একাধিক শর্ত রয়েছে। খেলা হবে ডিউক বলে।
advertisement
5/8
টেস্ট ক্রিেটের নিয়ম অনুযায়ী, পুরো টেস্টে ৩০ ঘণ্টা খেলা হওয়ার কথা। প্রতি দিন ছ’ঘণ্টা বা ৯০ ওভার খেলা হওয়ার কথা। বৃষ্টি বা অন্য কোনও কারণে খেলার সময় নষ্ট হলেই ষষ্ঠ দিনে খেলা গড়াবে।
টেস্ট ক্রিেটের নিয়ম অনুযায়ী, পুরো টেস্টে ৩০ ঘণ্টা খেলা হওয়ার কথা। প্রতি দিন ছ’ঘণ্টা বা ৯০ ওভার খেলা হওয়ার কথা। বৃষ্টি বা অন্য কোনও কারণে খেলার সময় নষ্ট হলেই ষষ্ঠ দিনে খেলা গড়াবে।
advertisement
6/8
তবে ষষ্ঠ দিনে কিন্তু পুরো ওভার খেলা হবে না। যতটা সময় পাঁচদিনের খেলায় নষ্ট হবে, ঠিক তত ওভারের খেলাই রিজার্ভ ডে-তে হবে। ম্যাচের রেজাল্ট আনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ষষ্ঠ দিনে কিন্তু পুরো ওভার খেলা হবে না। যতটা সময় পাঁচদিনের খেলায় নষ্ট হবে, ঠিক তত ওভারের খেলাই রিজার্ভ ডে-তে হবে। ম্যাচের রেজাল্ট আনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
7/8
এবার প্রশ্ন হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ ড্র হলে কী হবে।  লিগ টেবিলে শীর্ষ ছিল অস্ট্রেলিয়া। ভারত ছিল দ্বিতীয় স্থানে। তার মানে এই নয় যে ফাইনাল ম্যাচ ড্র হলে ট্রফি অস্ট্রেলিয়া পেয়ে যাবে।
এবার প্রশ্ন হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ ড্র হলে কী হবে। লিগ টেবিলে শীর্ষ ছিল অস্ট্রেলিয়া। ভারত ছিল দ্বিতীয় স্থানে। তার মানে এই নয় যে ফাইনাল ম্যাচ ড্র হলে ট্রফি অস্ট্রেলিয়া পেয়ে যাবে।
advertisement
8/8
আইসিসির নিয়ম বলছে, পাঁচ দিনের পুরো সময়ের খেলা হওয়ার পরও যদি ম্যাচের রেজাল্ট ড্র হয় তাহলে কোনও একটি নির্দিষ্টি দলকে চ্যাম্পিয়ন না করে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি। এছাড়া বাকি সব নিয়মই একটি সাধারণ টেস্ট ম্যাচের মত।
আইসিসির নিয়ম বলছে, পাঁচ দিনের পুরো সময়ের খেলা হওয়ার পরও যদি ম্যাচের রেজাল্ট ড্র হয় তাহলে কোনও একটি নির্দিষ্টি দলকে চ্যাম্পিয়ন না করে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি। এছাড়া বাকি সব নিয়মই একটি সাধারণ টেস্ট ম্যাচের মত।
advertisement
advertisement
advertisement