ICC Champions Trophy 2025: কখনও ২ বছর, কখনও ৪ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ছেলেখেলা করে আইসিসি, তারওপর আবার পাকিস্তানে আসর, কী জানি কী হয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্মামেন্ট শুরু হবে৷ তবে সব দেশ পাকিস্তানে খেললেও ভারত নিজেদের ম্যাচগুলি দুবাইতে খেলবে৷
কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) একটি ক্রিকেট টুর্নামেন্ট যা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী বছরে ১৯৯৮ সালের জুন মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা৷ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল টেস্ট খেলে না এমন দেশে খেলার উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের জন্য। এর ফরম্যাট একদিনের আন্তর্জাতিক। ক্রিকেটের যে ইভেন্টগুলিতে সবচেয়ে বেশি মানুষের নজর থাকে এই ইভেন্টটি সেইরকম একটি ইভেন্ট৷ বিশ্বকাপের মতোই দর্শকরা এই ক্রিকেট ইভেন্টটি দেখতেও পছন্দ করেন৷
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে৷ তবে সব দেশ পাকিস্তানে খেললেও ভারত নিজেদের ম্যাচগুলি দুবাইতে খেলবে৷ পাকিস্তান প্রাথমিকভাবে চেয়েছিল ভারতের ম্যাচগুলি লাহোরে অনুষ্ঠিত হোক চেয়েছিল। ভারত সরকার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) কে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি৷ এরপর আইসিসি-র সঙ্গে আলাপচারিতার পর ঠিক হয় ভারত খেলবে দুবাইতে৷
advertisement
advertisement
সন্ত্রাসবাদী বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে করাচি এবং ইসলামাবাদে বড় আকারের সন্ত্রাসবাদী সমাবেশের ভিডিও সামনে আসায় ভারত সরকার দলের নিরাপত্তা নিয়ে সংশয়ে ছিল৷ ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে নিরাপত্তা ছিল ভারতকে পাকিস্তানে খেলতে না দেওয়ার কারণ৷ কারণ পাকিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা।
advertisement
প্রথমে ভাবা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি ২ বছর অন্তর খেলা হবে৷ কিন্তু সেভাবে এটাকে খেলা করা যায়নি৷ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এই দুই দলই বিশ্বকাপ না জিতলেও সেটা মিনি বিশ্বকাপ জিতে নিয়েছে৷ ২০০২ থেকে এই ট্রফির নাম চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়৷ ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়৷ আসলে এটি পাকিস্তানেই হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় শ্রীলঙ্কার ওপর হামলা হওয়ায় পিছিয়ে দেওয়া হয় এই টুর্নামেন্ট, ২০০৯ সালে আয়োজিত হয় ফের এই টুর্নামেন্ট এবং ভ্যেনু হয় দক্ষিণ আফ্রিকা৷ এরপর থেকেই ২ বছরের পরিবর্তে প্রতি ৪ বছর অন্তর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়৷
advertisement
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়৷ ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধ করার সিদ্ধান্ত নেয় আইসিসি, একদিনের ক্রিকেট, টি টোয়েন্টি, টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার ফলে আর এই ইভেন্টের জন্য ক্রিকেট ক্যালেন্ডারে সময় বার করা যাচ্ছিল না৷ তবে ২০১৭ সালে ডাব্লু টি সি আয়োজন না করতে পারার কারণ ফের একবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে আসে৷ ২০২১ সালে ফের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য সেটা না হওয়ায় ফের ৮ বছর বাদে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 1:20 PM IST