Kali Puja 2025: বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনায় মাতেন সকলে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Kali Puja 2025: বিপ্লবীদের আশ্রয়স্থল আজ ভক্তিপীঠ, এক অভিনব কালীপুজো পুরুলিয়ায়!
পুরুলিয়া: ভক্তি ও ইতিহাসের সাক্ষী ঝালদার সিলফোড় পাহাড়। এককালে বিপ্লবীদের আতুরঘর ছিল এই পাহাড়। আজ ইতিহাস ও ভক্তির মিলনস্থল এটি। প্রায় ১৩০ টা সিঁড়ি অতিক্রম করে এখানে দেখতে পাওয়া যায় প্রাচীন মা কালীর মন্দির। কালীপুজোর সময় বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা অতি অবশ্যই ঘুরে দেখে যান ঝালদার এই সিলফোড় পাহাড় ও মা কালীর মন্দির।
এ বিষয়ে এই মন্দিরের পুজারী দেবাশীষ চক্রবর্তী বলেন, একটা সময় ঘন জঙ্গলে ঢাকা ছিল এই এলাকা। এই পাহাড় ছিল বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল। পরবর্তীতে স্থানীয় প্রেমচাঁদ মোদকের সময় এখানে মা কালীর মন্দির প্রতিষ্ঠিত হয়।
advertisement
advertisement
তথাকালীন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতোর প্রচেষ্টায় হাজার ১৯৭৩ সালে শুরু হয় মন্দিরের সৌন্দর্যায়ন। ২০১৭ সালে ঝালদা পৌরসভার উদ্যোগে এই মন্দির নব রূপে সুসজ্জিত হয়।
এ বিষয়ে এই মন্দির কমিটির সদস্য বলরাম মন্ডল বলেন, এটা ঝালদার ঐতিহ্য। কালী পুজোর সময় এই পাহাড়কে বিভিন্ন লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়। বহু-দূরান্ত থেকে মানুষ দেখতে পায় এই পাহাড়। ঝালদা পৌরসভা ও ঝালদা থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে কালীপুজোয়।
advertisement
বহু ইতিহাসের সাক্ষী পুরুলিয়ার ঝালদার এই সিলফোড় পাহাড়। বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল পরিণত হয়েছে ভক্তি পিঠে। জেলার গর্ব এই পাহাড়।
Sharmistha Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2025 12:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনায় মাতেন সকলে