Class 4 Student walking in Ramp: ছেলে-মেয়ে Youtube দেখলেই চেঁচাচ্ছেন! ক্লাস ৪-র খুদে এখান থেকেই শিখল,মার্জার সরণীতে হেঁটে পাচ্ছে গাদাগাদা পুরস্কার

Last Updated:

Class 4 Student walking in Ramp: গত ডিসেম্বর মাসে কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করেছিল অরুণিমা। কিডস বিভাগে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

+
বাবা

বাবা মায়ের সঙ্গে অরুণিমা 

মালদহ: বয়স মাত্র ১১। এই বয়সেই মডেলিং এ বাজিমাত অরুণিমার। ব়্যাম্পে হেঁটে মিলছে একের পর এক পুরস্কার। এই বয়সেই জাতীয়স্তরের ব়্যাম্প শো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। তার এমন প্রতিভায় মুগ্ধ বাবা- মা। এখন থেকেই মেয়ের এমন সাফল্যকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে চায় বাবা-মা। বড় হয়ে মেয়ে মডেলিং করুন এটাই আশা পরিবারের সকলের।
মালদহ শহরের পুড়াটুলির বাসিন্দা অর্ণিবান দাস। তাঁর একমাত্র মেয়ে অরুণিমা দাস। বর্তমানে মালদহ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রী। খুব ছোট থেকেই পরিবারের লোকেরা লক্ষ্য করেন অরুণিমা ব়্যাম্প শোয়ের মত হাঁটছে। এমনকি অরুণিমার খেলা ছিল এই হাঁটাই। কখনও বাড়ির ছাদে, আবার কখনও ঘরের মধ্যে আয়নার সামনে হাটা প্র্যাকটিস করতেছে। মাঝেমধ্যে টিভি ও মোবাইলে ইউটিউব দেখেও হাঁটতে থাকতো। এই বিষয়গুলি নজরে আসে বাবা মায়ের।
advertisement
advertisement
তারপরেই তাকে প্রথম মালদহ শহরে একটি ব়্যাম্প শো প্রতিযোগিতায় নিয়ে যায়। সেখানে পুরস্কার জেতে। তারপর থেকে আর থেমে থাকে নি বাবা মা। মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মডেলিং প্রতিযোগিতায় তাকে নিয়ে গিয়েছে। এমনকি সমস্ত জায়গা থেকেই সাফল্য পেয়েছে। এই বয়সেই তার ঝুলিতে ১৫ টির বেশি পুরস্কার। অরুণিমা দাস বলে, ‘আমার এইভাবে ব়ম্পে হাঁটতে ভাল লাগে। অনেক জায়গায় যাচ্ছি পুরস্কার পাচ্ছি। বড় হয়ে মডেলিং করার ইচ্ছে আছে। টিভি ইউটিউব দেখে এসব শিখছি।’
advertisement
গত ডিসেম্বর মাসে কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করেছিল অরুণিমা। কিডস বিভাগে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার এমন সাফল্যে খুশি বাবা-মা সহ পরিবারের সদস্যরা। মা পায়েল দাস বলেন, মেয়ে এমন সাফল্যে আমরা খুব খুশি। ওকে কখনো এই সমস্ত কিছু শেখাতে হয়নি। ইউটিউব টিভি দেখে নিজে থেকেই শিখেছে। আমরা চাই পড়াশোনার পাশাপাশি সমস্ত দিকেও এগিয়ে যাক।
advertisement
আগামী এপ্রিল মাসেও তার প্রতিযোগিতা রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের প্রতিযোগিতায় তাকে নিয়ে যাচ্ছে বাবা-মা। আগামীতে বড় মাপের মডেলিং হয়ে উঠুক মেয়ে এমনটাই চাইছেন বাবা-মা সহ পরিবারের সকলে।
Harshit Singha
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Class 4 Student walking in Ramp: ছেলে-মেয়ে Youtube দেখলেই চেঁচাচ্ছেন! ক্লাস ৪-র খুদে এখান থেকেই শিখল,মার্জার সরণীতে হেঁটে পাচ্ছে গাদাগাদা পুরস্কার
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement