Shubman Gill: রানের রঙমশাল ঝরাচ্ছেন শুভমান গিল, হাসিম আমলার রেকর্ড ভাঙলেন, রেকর্ড বইয়ে করলেন জায়গা

Last Updated:

Shubman Gill Record: ভেঙেচুরে দিলেন পুরনো রেকর্ড, জাতীয় দলের জার্সিতে ৫০তম একদিনের ম্যাচ খেলতে গিয়ে গড়লেন নজির

ওডিআইতে দ্রুততম ২৫০০ রানের মালিক হলেন শুভমান গিল- Photo- AP
ওডিআইতে দ্রুততম ২৫০০ রানের মালিক হলেন শুভমান গিল- Photo- AP
আহমেদাবাদ: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচে ধামাকা পারফরম্যান্স তরুণ তু্র্কি শুভমান গিলের৷ এদিন তিনি ১০২ বলে ১১২ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ১৪ টি চার ও ৩ টি ছক্কা দিয়ে৷  তারকা ভারতীয় ওপেনার শুভমান গিল বুধবার, ফেব্রুয়ারি ১২ তারিখে ওয়ানডেতে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ২৫০০ রান করার কৃতিত্বও অর্জন করলেন৷ ফলে ক্রিকেট ইতিহাসের বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন।
গিল, যিনি হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ জানুয়ারি, ২০১৯ ভারতের হয়ে তাঁর ওডিআই অভিষেক করেছিলেন, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে তার ৫০তম ওডিআই ম্যাচ খেললেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান হাসিম আমলার রেকর্ড ভেঙেছেন তিনি। আমলা প্রোটিয়াদের হয়ে ওয়ানডেতে তাঁর ৫৩তম ইনিংসে ২৫০০ রানের সীমা পার করেন৷
advertisement
advertisement
ওডিআইতে ২৫০০ রান পূর্ণ করতে বুধবার গিলের ২৫ রানের দরকার ছিল এবং তিনি গাস অ্যাটকিনসনের ওভারে ভারতের ইনিংসের ১০ তম ওভারের পঞ্চম বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে লক্ষ্যে পৌঁছে যান৷
advertisement
ভারত-ইংল্যান্ডের মধ্যে চলমান সিরিজে বিধ্বংসী ফর্মে রয়েছেন গিল। পঞ্জাবের ছেলে এই ক্রিকেটার ৬ ফেব্রুয়ারি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা সিরিজের উদ্বোধনী ম্যাচে ৯৬ বলে ৮৭ রান করেন এবং রবিবার (৯ ফেব্রুয়ারি) কটকের বারাবাটি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ৫১ বলে ৬০ রান করেন।
ওডিআইতে গিলের ব্যাটিং গড় ৬০-এর বেশি, এবং তিনি তৃতীয় ওডিআইতে তিনি শুধু গুড স্টার্টই করেননি নিজের ইনিংসকে বড় স্কোরেও নিয়ে গেছেন৷  ICC চ্যাম্পিয়ন্স ট্রফি২০২৫-এ অংশ নিতে দুবাই যাওয়ার আগে ভারতকে ইংলিশ দলকে বেশ দুরমুশ করছে৷
advertisement
ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের শেষ ম্যাচে ভারতের হয়ে ব্যাট করতে নামার আগে, গিল আইসিসি ওডিআই ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও ২ নম্বরে চলে এসেছেন। তিনি তার উদ্বোধনী ব্যাটার এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে যান। গিলের ৭৮১ রেটিং পয়েন্ট রয়েছে, যেখানে রোহিতের ৭৭৩ রেটিং পয়েন্ট রয়েছে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ব্যাটার বাবর আজম বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার। লাহোরের ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৭৮৬।
advertisement
গিলের মতো, বাবর বুধবার একটি ওডিআই ম্যাচ খেলছেন, এবং ডানহাতি ব্যাটার  যদি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কমপক্ষে ৩৩ রান করতে সক্ষম হন, তবে তিনি ওয়ানডেতে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০০ রান করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: রানের রঙমশাল ঝরাচ্ছেন শুভমান গিল, হাসিম আমলার রেকর্ড ভাঙলেন, রেকর্ড বইয়ে করলেন জায়গা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement