Kali Puja 2025 : মহাকালীর মহারূপ! ৪০ ফুট উচ্চতাও এবার অতীত, ভক্তদের সামনে এবার হাজির ৫১ ফুটের কালী, এখন থেকেই ভিড়

Last Updated:

Kali Puja 2025 : ভগবানপুরের নুনহন্ড সাথী ক্লাবের কালীপুজো। এবছর তারা পা রাখল ২১ বছরে। বিশাল আয়োজন পুজোয়। মূল আকর্ষণ ৫১ ফুট উচ্চতার কালী প্রতিমা।

+
৫১

৫১ ফুটের কালী প্রতিমা 

ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: প্রতি বছরের মতো এবারও কালীপুজোর আগেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। জেলাবাসীর নজর কাড়তে প্রস্তুত ভগবানপুরের নুনহন্ড সাথী ক্লাবের কালীপুজো। এবছর তারা পা রাখল ২১ বছরে। প্রায় দু’দশক ধরে এই ক্লাব শুধুমাত্র ভগবানপুর নয়, গোটা পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিবছরই বিশাল আয়োজন আর অভিনব থিমের জন্য চর্চায় থাকে এই ক্লাব। এবছর তাদের মূল আকর্ষণ ৫১ ফুট উচ্চতার কালী প্রতিমা।
ভগবানপুর নুনহন্ড সাথী ক্লাবের এই বিশালাকৃতির প্রতিমা দেখতে ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। পুজো উদ্যোক্তাদের মতে, এবারের ৫১ ফুট কালী প্রতিমা ও অভিনব মণ্ডপসজ্জা জেলাবাসীর নজর কাড়বেই। হাতে আর মাত্র কয়েকদিন। প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। শিল্পীরা দিনরাত এক করে খড়, মাটি-সহ বিভিন্ন উপকরণ দিয়ে মা কালীর এই মহাকায় রূপ গড়ে তুলছেন। শিল্পীর তুলি ও রঙের ছোঁয়ায় ফুটে উঠছে দেবীর অলৌকিক রূপ।
advertisement
advertisement
মণ্ডপ সজ্জাতেও থাকছে অভিনবত্ব। শিল্পীর সৃজনশীলতায় মণ্ডপে ফুটে উঠছে ভিন্নধর্মী থিম ও কারুকার্য, যা এই পুজোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পুজোর রাতে পূর্ব মেদিনীপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে প্রচুর দর্শনার্থী ভিড় জমাবেন বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন থেকেই মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এলাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। পুজোর ক’টা দিন প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। ক্লাব কর্তৃপক্ষের আশা, প্রতি বছরের মতো এবছরও প্রচুর মানুষের সমাগমে মুখরিত হবে ভগবানপুর নুনহন্ড সাথী ক্লাব। ৫১ ফুটের কালী প্রতিমা যে এবছরও পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : মহাকালীর মহারূপ! ৪০ ফুট উচ্চতাও এবার অতীত, ভক্তদের সামনে এবার হাজির ৫১ ফুটের কালী, এখন থেকেই ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement