Cyclonic Circulation In Bay Of Bengal: বিদায় বেলাতেও বিরক্তি ধরাচ্ছে বৃষ্টি, এর মধ্যে বঙ্গোপসাগরে তোলপাড় করা আবহাওয়া, তৈরি হচ্ছে কোন অশনি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
South bengal Rain Alert: শীত প্রবেশের আগেই ফের বৃষ্টির প্রভাব , ভিজতে পারে এই জেলাগুলি!
পুরুলিয়া: উমা বিদায় বেল থেকেই বঙ্গে ধীরে ধীরে ঋতু পরিবর্তনের আভাস মিলেছে। ভোর হতেই হালকা শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। তবে এখনও পাকাপাকি ভাবে বিদায় নেয়নি বর্ষা। আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জেলা পুরুলিয়াতে সকালে দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই প্রখর রোদের তাপে ঘাম ঝড়ছে জেলাবাসীর।
advertisement
advertisement
বিদায় বেলায় এসেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। দক্ষিণের জেলায় , জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তাহান্তেও চলবে বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেও শীতের আমেজ থাকবে বলে মনে করছে হাওয়া অফিস।
advertisement
advertisement
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আবারও বৃষ্টি। তবে সপ্তাহ শুরুতে আকাশ পরিষ্কার থাকবে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের আমেজে খুব শীঘ্রই গা ভাসাতে চলেছে পুরুলিয়া।