হৃদয় ছুঁয়ে গেল সাম্বা তারকাদের এই কাজ, পেলের আরোগ্য কামনায় ব্রাজিল ফ্যানরা
- Published by:Debalina Datta
Last Updated:
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার৷ নেইমার সুস্থ হওয়ায় ব্রাজিল শিবিরে বাড়তি উন্মাদনা তুঙ্গে৷
#দোহা: ব্রাজিল প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইতে ৪-১ দক্ষিণ কোরিয়াকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছে গেছে৷ ব্যক্তিগত নৈপুণ্য পাশাপাশি দলগত ব্রিলিয়ান্সে একেবারে মুগ্ধ করে দিয়েছে৷ তিতে -র দল প্রথম ৪৫ মিনিটে কোরিয়াকে একেবারে ঝড়ে উড়িয়ে দিয়েছে৷ বাকি দ্বিতীয়ার্ধে শুধু খেলার জন্যেই খেলা হয়৷ ব্রাজিলিয়ান ফ্যান এবং ব্রাজিলের ফুটবলাররা এদিনের ম্যাচে ফুটবল লেজেন্ড পেলেকে দ্রুত রোগ মুক্তির কামনা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ স্টেডিয়াম ৯৭৪ -এ এই ট্রিবিউট দেওয়া হয়৷ সাও পাওলোতে হাসপাতালে ভর্তি রয়েছেন লেজেন্ড পেলে৷
সাম্মানিক প্রদর্শন হিসেবে ফুটবলরার এবং অধিনায়ক থিয়াগো সিলভা , নেইমার পেলের একটি জায়ান্ট পোস্টার তুলে ধরেন৷ সেখানে ফটোগ্রাফ দেখা যায়৷ সেই হলুদ জার্সি পরা ফাইনাল হুইসিল বাজানোর পর দেখানো হয়৷
Touching tribute from Brazil players to their greatest ever. Pelé! 💛 pic.twitter.com/ol8Xj1M1Rf
— Adriano Del Monte (@adriandelmonte) December 5, 2022
advertisement
advertisement
Brazil fans with a banner for Pele in the stands at Stadium 974. pic.twitter.com/PNB8lRbxEw
— FT90Extra (@FT90Extra) December 5, 2022
শুধু মাঠে উপস্থিত খেলোয়াড়রাই নয়, দর্শকরাও ভ্যেনুতে ব্যানার নিয়ে এসেছিলেন। সকলেই পেলের দ্রুত আরোগ্য লাভের আশায় প্রার্থনা করছেন। সেখানে তরুণ পেলের ছবি তুলে ধরা হয়। জাতীয় দলের হয়ে ট্রফি জয়ের মুহূর্তকে মনে করানো হয়েছে।
advertisement
আরও পড়ুন - Stadium 974: কাজ শেষ, তাই ছুটি! ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের পরেই খুলে ফেলা হবে স্টেডিয়াম
এদিকে এর আগে পেলে জানিয়েছিলেন যে তিনি তাঁর রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি৷ তিনি সকলকে পজিটিভ থেকে দ্রুত আরোগ্য কামনা করতে আহ্বান জানিয়েছিলেন৷ এদিকে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের আগেই পেলে জানিয়েছিলেন হাসপাতালের বিছানা থেকে তিনি প্রিয় দলের ম্যাচ দেখবেন৷
advertisement
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার৷ নেইমার সুস্থ হওয়ায় ব্রাজিল শিবিরে বাড়তি উন্মাদনা তুঙ্গে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2022 3:59 PM IST