Stadium 974: কাজ শেষ, তাই ছুটি! ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের পরেই খুলে ফেলা হবে স্টেডিয়াম

Last Updated:
আশা করা হচ্ছে এটা এই মুহূর্তে আফ্রিকায় যাবে৷ তারপর হয়ত উরুগুয়েতে গিয়ে থামবে৷ উরুগুয়েতে প্যান সাউথ আমেরিকা কম্পিটিশন হবে ২০৩০এ ৷
1/4
#দোহা: ফিফা ফুটবল বিশ্বকাপ একেবারে জোরকদমে চলছে৷ এবারের বিশ্বকাপে একাধিক নতুন নতুন বিষয় ঘটেছে৷ তার মধ্যে একটি হল দোহায় তৈরি হওয়া স্টেডিয়াম নম্বর ৯৭৪৷ এই স্টেডিয়ামটি কন্টেনার দিয়ে তৈরি৷ কিন্তু এবার এটা ভেঙে ফেলার সময় চলে এল৷ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচই এই ভ্যেনুতে শেষ ম্যাচ ছিল ৷ যে ম্যাচে ৪-১ গোলে ব্রাজিল জিতেছিল৷  সেই স্টেডিয়াম আর থাকবেই না৷ কন্টেনারগুলি ভেঙে ভেঙে আবার অন্য দেশে পাড়ি দেবে আবার নতুন জায়গায় তৈরি হবে নতুন স্টেডিয়াম৷ কন্টেনার সরিয়ে নেওয়ার পর স্টিলের কনস্ট্রাকশনও একইভাবে খুলে নেওয়া হবে৷
#দোহা: ফিফা ফুটবল বিশ্বকাপ একেবারে জোরকদমে চলছে৷ এবারের বিশ্বকাপে একাধিক নতুন নতুন বিষয় ঘটেছে৷ তার মধ্যে একটি হল দোহায় তৈরি হওয়া স্টেডিয়াম নম্বর ৯৭৪৷ এই স্টেডিয়ামটি কন্টেনার দিয়ে তৈরি৷ কিন্তু এবার এটা ভেঙে ফেলার সময় চলে এল৷ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচই এই ভ্যেনুতে শেষ ম্যাচ ছিল ৷ যে ম্যাচে ৪-১ গোলে ব্রাজিল জিতেছিল৷  সেই স্টেডিয়াম আর থাকবেই না৷ কন্টেনারগুলি ভেঙে ভেঙে আবার অন্য দেশে পাড়ি দেবে আবার নতুন জায়গায় তৈরি হবে নতুন স্টেডিয়াম৷ কন্টেনার সরিয়ে নেওয়ার পর স্টিলের কনস্ট্রাকশনও একইভাবে খুলে নেওয়া হবে৷
advertisement
2/4
৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামের ভবিষ্যত ইতিমধ্যেই স্থির হয়ে গেছে৷ লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্কট্যাঙ্কের একজন করিম এলগেন্ডি ছিলেন কাতার বিশ্বকাপের ক্লাইমেট কনসালটেন্ট বলেছেন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই ধরণের বাড়ি ফের খুলে নেওয়া একটা বড় অধ্যায়৷
৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামের ভবিষ্যত ইতিমধ্যেই স্থির হয়ে গেছে৷ লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্কট্যাঙ্কের একজন করিম এলগেন্ডি ছিলেন কাতার বিশ্বকাপের ক্লাইমেট কনসালটেন্ট বলেছেন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই ধরণের বাড়ি ফের খুলে নেওয়া একটা বড় অধ্যায়৷
advertisement
3/4
দু সপ্তাহের কম সময়ের জন্য আত্মপ্রকাশ করা বিশ্বকাপের এই ভ্যেনু স্টেডিয়াম ৯৭৪- র এবারের মতো জীবনকাল শেষ৷ ৯৭৪ টি স্ট্যাকড শিপিং কন্টেনার দিয়ে তৈরি এই স্টেডিয়ামে ৭ টি ম্যাচ খেলা হয়েছে৷ বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথম টেম্পোরারি স্টেডিয়াম৷
দু সপ্তাহের কম সময়ের জন্য আত্মপ্রকাশ করা বিশ্বকাপের এই ভ্যেনু স্টেডিয়াম ৯৭৪- র এবারের মতো জীবনকাল শেষ৷ ৯৭৪ টি স্ট্যাকড শিপিং কন্টেনার দিয়ে তৈরি এই স্টেডিয়ামে ৭ টি ম্যাচ খেলা হয়েছে৷ বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথম টেম্পোরারি স্টেডিয়াম৷
advertisement
4/4
আশা করা হচ্ছে এটা এই মুহূর্তে আফ্রিকায় যাবে৷ তারপর হয়ত উরুগুয়েতে গিয়ে থামবে৷ উরুগুয়েতে প্যান সাউথ আমেরিকা কম্পিটিশন হবে ২০৩০এ ৷
আশা করা হচ্ছে এটা এই মুহূর্তে আফ্রিকায় যাবে৷ তারপর হয়ত উরুগুয়েতে গিয়ে থামবে৷ উরুগুয়েতে প্যান সাউথ আমেরিকা কম্পিটিশন হবে ২০৩০এ ৷
advertisement
advertisement
advertisement