Tite Brazil coach : ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্বসেরা করে দায়িত্ব ছাড়বেন কোচ তিতে !
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Brazil Football team coach Tite decides to step down after Qatar World Cup. লক্ষ্য কাতার বিশ্বকাপ জয়, তারপরেই দায়িত্ব ছাড়বেন ব্রাজিল কোচ তিতে
#সাও পাওলো: চলতি বছরের শেষেই ব্রাজিলের জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। উল্লেখ্য, ২০১৬’র জুনে এই দায়িত্বে তাঁকে নিয়োগ করেছিল সিবিএফ। তিতের প্রশিক্ষণে ২০১৯ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এছাড়া রাশিয়া এবং কাতার বিশ্বকাপের টিকিট জোগাড় করেন নেইমাররা। চার বছর আগে রাশিয়ায় কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সাম্বা-ব্রিগেডকে।
কাতারে সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া ৬০ বছর বয়সি তিতে। তাঁর কথায়, ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ২০২২ বিশ্বকাপই হতে চলেছে আমার শেষ অ্যাসাইনমেন্ট। তারপর জাতীয় দলের দায়িত্ব ছাড়ব। তাহলে কি ২০২৩’এ নতুন কোনও দলের কোচের পদে দেখা যাবে তিতেকে? প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে সুযোগ পেলে ভবিষ্যতে ফের জাতীয় দলের হয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর।
advertisement
advertisement
পরিসংখ্যান বলছে, তিতের অধীনে ৫১ টি জয়, ১৩টি ড্র ও মাত্র ৫টি হারের মুখ দেখেছে সেলেকাওরা। তিতে মনে করেন সঠিক সময় সরে যাওয়া উচিত। তিনি আশাবাদী কাতার বিশ্বকাপে ব্রাজিলের ভাল পারফরম্যান্স নিয়ে। সেই জাপানের মাটিতে ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বের সেরা হতে পারেনি ব্রাজিল। নেইমার রাশিয়া বিশ্বকাপে যথেষ্ট চেষ্টা করেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি।
advertisement
Brazil national team head coach Tite has confirmed that he will leave his role after this year's World Cup in Qatar. The 60-year-old has been in charge of his nation's side since 2016, and led them to their ninth Copa America crown... 🇧🇷 pic.twitter.com/SOzWeIMBWp
— The Sack Race (@thesackrace) February 26, 2022
advertisement
তবে কাতার বিশ্বকাপে নেইমার ছাড়াও অন্তত চারজন এমন ফুটবলার রয়েছে ব্রাজিলের হাতে, যারা হাসি ফোটাতে পারেন হলুদ সবুজ জার্সিধারীদের। লুকাস, কুটিনহো, গ্যাব্রিয়েল বারবোসা, ভিনিসিয়াস, রিচারলিসন। এরা নিজেদের স্বাভাবিক ফুটবল তুলে ধরতে পারলে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে ব্রাজিল। তিতে জানিয়েছেন তার কোচিং জীবনে একমাত্র বিশ্বকাপ ছাড়া সব জিতেছেন। তাই এবার বহুকাঙ্খিত বিশ্বসেরার মুকুট নিয়ে জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2022 3:40 PM IST