Mike Tyson : মৃত্যুর দিন গুনছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন ! কারণ জানলে চোখে জল আসবে আপনার

Last Updated:

Boxing legend Mike Tyson predicts his death coming very soon. মৃত্যু ভয় পেয়ে বসেছে বক্সিংয়ের রাজা টাইসনকে

মৃত্যু ভয় পেয়ে বসেছে বক্সিংয়ের রাজা টাইসনকে
মৃত্যু ভয় পেয়ে বসেছে বক্সিংয়ের রাজা টাইসনকে
#ওয়াশিংটন: আয়নায় যখন নিজেকে দেখি আমার মুখের বলিরেখা এবং সবগুলি স্পষ্ট দেখতে পাই, বুঝতে পারি, আমারও মৃত্যুর সময় এসে গেছে। মাইক টাইসনের মুখ থেকে বেরোনো এই শব্দগুলি গোটা বিশ্বের বক্সিং প্রেমী এবং সমর্থকদের কাছে ধারালো ছুরির মত বুকে বিধেছে। তিনি হটবক্সিং নামক একটি পডকাস্ট-এ এই কথা বললেন। মাইক টাইসন বক্সিং ইতিহাসের সবথেকে শক্তিশালী বক্সার এবং মহম্মদ আলীর পাশাপাশি তার নাম উচ্চারণ করা হয়।
আরও পড়ুন - Imran Khan : মহিলা দেখলেই যৌন নেশায় পাগল হয়ে যেতেন ইমরান! হার মানবেন শেন ওয়ার্ন
টিলম্যান, মাইকেল স্পিংস, ল্যারি হোমস, ব্রুনো, বারবিকের মত বক্সারদের আকাশের তারা দেখিয়েছেন রিংয়ে। যৌবনে তিনি এত টাকা এবং খ্যাতি উপার্জন করেছিলেন যাতে মাটিতে পা থাকত না আর টাইসনের। জুয়া নেশায় উড়িয়ে দিলেন অধিকাংশ টাকা, ঋণগ্রস্ত হয়ে পড়লেন এবং গ্রেফতারও হয়েছিলেন। শেষ বয়সে এসে নিজেকে শান্ত করেছেন টাইসন।
advertisement
advertisement
advertisement
ক্লান্ত অবসন্ন মাইক টাইসন মনে করছেন এবার তার রিং ছাড়ার সময় এসেছে। হটবক্সিংয়ে টাইসন বললেন প্রত্যেককেই কোনো না কোনো সময় ইহলোক ত্যাগ করতে হয়, নিজেকে আয়নায় দেখে এখন তারও সময় হয়ে এসেছে বলে দুঃখ প্রকাশ করছেন টাইসন। এই বয়সে এসে তার অর্থের প্রতি মোহমায়া কেটে গেছে।
তিনি বলছেন অর্থ তার কাছে আবর্জনার থেকেও মূল্যহীন। কোটিপতি হওয়ার পরেও তার স্ত্রীয়ের সাথে অর্থ নিয়ে ঝগড়া হয় তার প্রায়ই। টাইসন বললেন, তিনি সবসময় মানুষকে বলেন - অর্থ তোমায় তখনই খুশি করবে যখন তোমার কাছে অর্থ থাকবে, তুমি ধনবান হয়ে গেলে কারোর থেকে আর ভালোবাসা পাবে না... তুমি যদি মনে করো অনেক টাকা থাকলে তুমি সবথেকে ক্ষমতাশালী তাহলে তুমি ভুল ভাবছ।
advertisement
টাইসনের তৃতীয় স্ত্রী লাকিহা স্পাইসার ভাবেন টাইসন মারা গেলে তার অর্থ অনেক সুরক্ষা দেবে তাদের। কিন্তু টাইসন মনে করেন অর্থ সুরক্ষা দিতে পারে না। তিনি বলছেন, ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে প্রতি মাসে মোটা চেক পাবে যা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে, সেটা সুরক্ষা?
তুমি কোনো রোগে অসুস্থ হতে পারো, গাড়ির তলায় চাপা পড়তে পারো। টাকা তোমায় কোন সুরক্ষা দেবে যখন তুমি ব্রীজ থেকে নীচে ঝাঁপ দিতে বাধ্য হবে। মাইক টাইসন যখন তার যৌবনে এবং কেরিয়ারের চূড়ান্ত স্থানে ছিলেন তখন সম্পূর্ণ অন্যরকম ছিলেন, তার মধ্যে বাস করত পাশবিক শক্তি এবং ক্রোধ। যে ক্রোধের বসে তার শেষ ম্যাচে ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে করে নিয়েছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mike Tyson : মৃত্যুর দিন গুনছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন ! কারণ জানলে চোখে জল আসবে আপনার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement