Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর, ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার

Last Updated:

Boris Becker Becomes New Dad:প্রসঙ্গত বরিস বেকারের বর্তমান স্ত্রী লিলিয়ান তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷ ২২ নভেম্বর, শনিবার ৫৮ বছর বয়স পূর্ণ করলেন বেকার৷ ঠিক তার আগের দিন ২১ তারিখ, শুক্রবার ভূমিষ্ট হল তাঁর কন্যা জো৷

অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার
অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার
ফের শিরোনামে বরিস বেকার৷ তাঁর ৫৮ তম জন্মদিনের ঠিক আগেই পঞ্চম বার পিতৃত্বের স্বাদ পেলেন তিনি৷ কিংবদন্তি টেনিস তারকা এবং তাঁর স্ত্রী লিলিয়ান দ্য কার্ভালহো মঁতেরিও তাঁদের পরিবারে স্বাগত জানিয়েছেন সদ্যোজাত কন্যাসন্তানকে৷ অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার৷ ইনস্টাগ্রামে তিনি প্রকাশ করেছেন সদ্যোজাত সন্তানের নামও৷ শুক্রবার তিনি ইনস্টাগ্রামে লিখেছেন ‘এই পৃথিবীতে স্বাগত…জো ভিত্তোরিয়া বেকার’৷ পাশাপাশি স্ত্রী এবং সদ্যোজাত কন্যার সঙ্গে একটি সাদাকালো ছবিও শেয়ার করেছেন তিনি৷
প্রসঙ্গত বরিস বেকারের বর্তমান স্ত্রী লিলিয়ান তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷ ২২ নভেম্বর, শনিবার ৫৮ বছর বয়স পূর্ণ করলেন বেকার৷ ঠিক তার আগের দিন ২১ তারিখ, শুক্রবার ভূমিষ্ট হল তাঁর কন্যা জো৷ এর আগে আরও চার বার বাবা হয়েছেন বেকার৷ ১৯৯৪ সালে তাঁর প্রাক্তন স্ত্রী বারবারা ফেল্টাস জন্ম দেন পুত্রসন্তান নোয়াহ গ্যাব্রিয়েলের৷ বরিস বেকারের প্রথম সন্তান গ্যাব্রিয়েলের বয়স এখন ৩১ বছর৷ ১৯৯৯ সালে ভূমিষ্ঠ হয় বরিস ও বারবারার দ্বিতীয় সন্তান এলিয়াস বালথাজার৷ এর পর ২০০১ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের৷
advertisement
advertisement
advertisement
জার্মানির প্রাক্তন টেনিস খেলোয়াড়ের সম্পর্ক ছিল রাশিয়ান মডেল অ্যাঞ্জেলা এরমাকোভার সঙ্গে৷ ২০০০ সালে বেকারের মেয়ে অ্যানার জন্ম হয়। তাঁর মা অ্যাঞ্জেলা এরমাকোভা। ২০০৯ সালে বেকার বিয়ে করেন লিলি কার্সেনবার্গকে৷ তাঁদের পুত্রসন্তান হলেন অ্যামাদিয়াস৷ ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় বেকার এবং লিলির৷ দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার ৬ বছর পর গত বছর সেপ্টেম্বরে লিলিয়ানকে তৃতীয় বিয়ে করে বেকার৷ তাঁদের রাজকীয় বিয়ে হয়েছিল ইতালির পোর্টোফিনোতে৷ চলতি বছর জুন মাসে তাঁরা ঘোষণা করেছিলেন যে, লিলিয়ান মা হতে চলেছেন।
advertisement
আরও পড়ুন : স্মৃতি মন্ধানার বিয়ে নিয়ে আনন্দ তুঙ্গে, গায়ে হলুদে বিশ্বকাপজয়ীদের ধামাল নাচের ভিডিও ভাইরাল
প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন বরিস বেকার ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত নোভাক জোকোভিচের প্রশিক্ষক ছিলেন৷ পঞ্চম বার পিতৃত্বের স্বাদ পাওয়ায় তাঁকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন অগণিত ভক্ত৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর, ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement