Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর, ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার

Last Updated:

Boris Becker Becomes New Dad:প্রসঙ্গত বরিস বেকারের বর্তমান স্ত্রী লিলিয়ান তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷ ২২ নভেম্বর, শনিবার ৫৮ বছর বয়স পূর্ণ করলেন বেকার৷ ঠিক তার আগের দিন ২১ তারিখ, শুক্রবার ভূমিষ্ট হল তাঁর কন্যা জো৷

অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার
অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার
ফের শিরোনামে বরিস বেকার৷ তাঁর ৫৮ তম জন্মদিনের ঠিক আগেই পঞ্চম বার পিতৃত্বের স্বাদ পেলেন তিনি৷ কিংবদন্তি টেনিস তারকা এবং তাঁর স্ত্রী লিলিয়ান দ্য কার্ভালহো মঁতেরিও তাঁদের পরিবারে স্বাগত জানিয়েছেন সদ্যোজাত কন্যাসন্তানকে৷ অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার৷ ইনস্টাগ্রামে তিনি প্রকাশ করেছেন সদ্যোজাত সন্তানের নামও৷ শুক্রবার তিনি ইনস্টাগ্রামে লিখেছেন ‘এই পৃথিবীতে স্বাগত…জো ভিত্তোরিয়া বেকার’৷ পাশাপাশি স্ত্রী এবং সদ্যোজাত কন্যার সঙ্গে একটি সাদাকালো ছবিও শেয়ার করেছেন তিনি৷
প্রসঙ্গত বরিস বেকারের বর্তমান স্ত্রী লিলিয়ান তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷ ২২ নভেম্বর, শনিবার ৫৮ বছর বয়স পূর্ণ করলেন বেকার৷ ঠিক তার আগের দিন ২১ তারিখ, শুক্রবার ভূমিষ্ট হল তাঁর কন্যা জো৷ এর আগে আরও চার বার বাবা হয়েছেন বেকার৷ ১৯৯৪ সালে তাঁর প্রাক্তন স্ত্রী বারবারা ফেল্টাস জন্ম দেন পুত্রসন্তান নোয়াহ গ্যাব্রিয়েলের৷ বরিস বেকারের প্রথম সন্তান গ্যাব্রিয়েলের বয়স এখন ৩১ বছর৷ ১৯৯৯ সালে ভূমিষ্ঠ হয় বরিস ও বারবারার দ্বিতীয় সন্তান এলিয়াস বালথাজার৷ এর পর ২০০১ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের৷
advertisement
advertisement
advertisement
জার্মানির প্রাক্তন টেনিস খেলোয়াড়ের সম্পর্ক ছিল রাশিয়ান মডেল অ্যাঞ্জেলা এরমাকোভার সঙ্গে৷ ২০০০ সালে বেকারের মেয়ে অ্যানার জন্ম হয়। তাঁর মা অ্যাঞ্জেলা এরমাকোভা। ২০০৯ সালে বেকার বিয়ে করেন লিলি কার্সেনবার্গকে৷ তাঁদের পুত্রসন্তান হলেন অ্যামাদিয়াস৷ ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় বেকার এবং লিলির৷ দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার ৬ বছর পর গত বছর সেপ্টেম্বরে লিলিয়ানকে তৃতীয় বিয়ে করে বেকার৷ তাঁদের রাজকীয় বিয়ে হয়েছিল ইতালির পোর্টোফিনোতে৷ চলতি বছর জুন মাসে তাঁরা ঘোষণা করেছিলেন যে, লিলিয়ান মা হতে চলেছেন।
advertisement
আরও পড়ুন : স্মৃতি মন্ধানার বিয়ে নিয়ে আনন্দ তুঙ্গে, গায়ে হলুদে বিশ্বকাপজয়ীদের ধামাল নাচের ভিডিও ভাইরাল
প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন বরিস বেকার ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত নোভাক জোকোভিচের প্রশিক্ষক ছিলেন৷ পঞ্চম বার পিতৃত্বের স্বাদ পাওয়ায় তাঁকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন অগণিত ভক্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর, ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement