Smriti Mandhana Wedding: স্মৃতি মন্ধানার বিয়ে নিয়ে আনন্দ তুঙ্গে, গায়ে হলুদে বিশ্বকাপজয়ীদের ধামাল নাচের ভিডিও ভাইরাল

Last Updated:

Smriti Mandhana Wedding: বিয়ের আগেই জোর ধামাল৷ গায়ে হলুদেই এত নাচগান, সব মিলিয়ে জমজমাট আসর

স্মৃতি মন্ধানার গায়ে হলুদের অনুষ্ঠানে দারুণ আনন্দ- Photo Courtesy- Instagram/ Video
স্মৃতি মন্ধানার গায়ে হলুদের অনুষ্ঠানে দারুণ আনন্দ- Photo Courtesy- Instagram/ Video
কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা শুক্রবার সতীর্থদের সঙ্গে তাঁর গায়ে হলুদ অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করছেন৷ মান্ধানা ২৩ নভেম্বর সুরকার পলাশ মুচ্ছলকে বিয়ে করছেন৷  এই তারকা ব্যাটসম্যান সম্প্রতি টিম ইন্ডিয়ার হয়ে মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। রিচা ঘোষ, শ্রেয়ঙ্কা পাতিল, রেণুকা সিং, শিবালি শিন্ডে, রাধা যাদব এবং জেমিমা রডরিগেজ, সকলেই উজ্জ্বল হলুদ পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং স্মৃতির সঙ্গে নেচে গেয়ে দারুণ আনন্দে মেতে রয়েছেন৷
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলিতে দেখা গেছে যে দলটি বিয়ের মিউজিকের তালে নাচছে এবং মান্ধনার বিশেষ দিনটি দারুণভাবে সকলে এনজয় করছেন। উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন মহিলা মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে রত্নগিরি জেটসের মান্ধনার সতীর্থ শিন্ডে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তার সতীর্থ শ্রেয়ঙ্কা।
শাফালি ভার্মা মান্ধানার নাচের একটি ভিডিও পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন: “লড়কি ওয়ালে।”
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Jemismriti (@jemismriti1805)

advertisement
নব দম্পতি মজাদার রিল দিয়ে ফ্যানদের আগ্রহ বাড়াচ্ছেন
সম্প্রতি, পলাশ ইনস্টাগ্রামে একটি হৃদয়গ্রাহী ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি স্মৃতিকে নভি মুম্বইয়ের আইকনিক ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নিয়ে গিয়ে এক হাঁটু গেড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দেন।
advertisement
অত্যাশ্চর্য মেরুন পোশাক পরা স্মৃতি, পলাশের আঙুলে একটি সুন্দর হীরার আংটি পরিয়ে দেওয়ায় তিনি সম্পূর্ণরূপে হতবাক হয়ে যান।
ক্যাপশনে লেখা ছিল, “সে হ্যাঁ বলেছে,” এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। ক্রিকেট এবং বিনোদন জগতের অনেক বড় নাম পোস্টটিতে মন্তব্য করেছেন এবং দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
মডেল-অভিনেত্রী এবং হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রী, নাতাশা স্টানকোভিচও ইনস্টাগ্রামে নিজের ভালবাসা ভাগ করে নিয়েছেন: “ওএমজি ওএমজি, তোমাদের সবাইকে অভিনন্দন।”
advertisement
স্মৃতি এবং পলাশের কথা বলতে গেলে, তাদের প্রেমের গল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল এবং ২০২৪ সাল পর্যন্ত গোপন ছিল। এখন, এটি একটি জাঁকজমকপূর্ণ বিবাহের মাধ্যমে শেষ হতে চলেছে, যা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Smriti Mandhana Wedding: স্মৃতি মন্ধানার বিয়ে নিয়ে আনন্দ তুঙ্গে, গায়ে হলুদে বিশ্বকাপজয়ীদের ধামাল নাচের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement