২০১৭ আইপিএল সূচি নিয়ে আপত্তি লোধা কমিশনের,লোধা-অনুরাগ বৈঠকে জট
Last Updated:
লোধা-অনুরাগ বৈঠক কবে? এখনও সদুত্তর নেই কোনও তরফে।
#রাজকোট: লোধা-অনুরাগ বৈঠক কবে? এখনও সদুত্তর নেই কোনও তরফে। এদিকে ২০১৭ আইপিএল সূচি নিয়ে আপত্তি তুলতে পারে লোধা কমিশন। তবে জট কাটার ইঙ্গিত আগামী ১০ বছরের আইপিএলের সত্ত্ববন্টন নিয়ে। ১৮ নভেম্বর হতে পারে সত্ত্ববন্টন।
লোধা কমিশনের সামনে অনুরাগ ঠাকুরের হাজিরা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। বুধবারও বহু প্রতীক্ষিত বৈঠক হয়নি। বৃহস্পতিবার বোর্ড প্রেসিডেন্ট প্রথমবার লোধার সঙ্গে বৈঠকে বসবেন কি না জানা যায়নি। লোধা কমিশনের মুখপাত্র গোপাল শঙ্করনারায়ণ জানিয়েছেন, বৈঠক নিয়ে বোর্ডের তরফে এখনও কোনও যোগাযোগ করা হয়নি। এদিকে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দিনেই রাজকোটে ছুটে যান অনুরাগ। খেলা দেখার পাশাপাশি টিভিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলেও চোখ রেখেছিলেন বোর্ড সভাপতি। ডোনাল্ড ট্রাম্প জেতার পর ট্যুইটারে তাঁকে শুভেচ্ছাও জানান। তবে লোধার সঙ্গে বৈঠক নিয়ে কিছু জানাননি অনুরাগ। সূত্রের খবর, দিল্লি ফেরার পর হতে পারে লোধা-অনুরাগ বৈঠক।
advertisement
এদিকে আইপিএল টেনের সূচি নিয়ে জটিলতা কাটল না। বুধবারই ২০১৭ আইপিএলের সূচি ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল। কিন্তু লোধার সুপারিশকে পাত্তা না দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শেষের এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে আইপিএল। তবে সূচি নিয়ে আপত্তি জানাতে পারে লোধা কমিশন। আপাতত আইপিএলের সত্ত্ববন্টন খতিয়ে দেখছেন কমিশনের অডিটররা। তাঁদের সাহায্য করছে বোর্ড নিযুক্ত অডিটর সংস্থা ডে’লয়েট।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2016 2:38 PM IST