খারাপ খবর! ভারতের তারকা ক্রিকেটারের চোট, মাঠ ছাড়লেন হুইল চেয়ারে! আর খেলতে পারবেন কি?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Big Blow For Team India: ওয়ার্ম-আপ ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। একটি হুইলচেয়ারের সাহায্যে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দলের গুরুত্বপূর্ণ পেসার অরুন্ধতী রেড্ডি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের ১ নম্বর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ১৩তম ওভারে ঘটনাটি ঘটে। হিদার নাইটের একটি শক্তিশালী ড্রাইভ থামাতে গিয়ে ফলো-থ্রুতে রিটার্ন ক্যাচ নেওয়ার চেষ্টা করেন রেড্ডি। তবে লাফিয়ে বল ধরতে গিয়ে তিনি বাঁ পায়ে খারাপভাবে পড়েন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।
দ্রুত মাঠে ছুটে আসেন দলের চিকিৎসকরা। মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে একটি হুইলচেয়ারের সাহায্যে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এর আগে রেড্ডি ইংল্যান্ড ওপেনার অ্যামি জোনসকে আউট করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁর ওভার অসম্পূর্ণ থাকায় তা শেষ করেন জেমিমা রড্রিগেস।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Asia Cup 2025 Final: ফাইনালের আগে বড় সমস্যায় ভারতীয় দল! ট্রফিও হতে পারে হাতছাড়া! কারণটা কী
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও আশা করছে যে অরুন্ধতীর চোট গুরুতর নয়। তবে যদি তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যান, তাহলে রিজার্ভে থাকা পেসার সায়ালি সাতঘারে তাঁর পরিবর্তে দলে জায়গা পেতে পারেন। এর আগে যস্তিকা ভাটিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় উইকেটকিপার-ব্যাটার উমা ছেত্রীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে একের পর এক চোট দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 8:54 PM IST