রঞ্জি ট্রফিতে বাংলাকে গর্বিত করলেন তিনিই! বিরাট সাফল্য, খুশির জোয়ারে ভাসছে জেলা

Last Updated:

Ranji Trophy: সুমিত মহন্ত রঞ্জি ট্রফিতে খেলে বাড়ি ফিরতেই গোটা জেলাবাসী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। বালুরঘাটের সুমিত প্রথমবার রঞ্জি খেলায় সুযোগ পেয়ে সাত উইকেট নিয়ে জেলাবাসীর গর্ব বাড়িয়েছেন।

+
সুমিত

সুমিত মহন্ত

দক্ষিণ দিনাজপুর: কেউবা নিজে হাতে পিঠে তৈরি করে, কেউবা মিষ্টি খাইয়ে সুমিতকে অভ্যর্থনা জানাতে ব্যস্ত প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকজন। রঞ্জি ট্রফি খেলে বাড়ি ফিরতেই সুমিত মহন্তকে সম্বর্ধনা জানাতে হাজির গোটা জেলাবাসী। সুমিতের বাড়ি বালুরঘাটের পাওয়ার হাউস এলাকায়।
advertisement
তার বাবা শিবেষ মহন্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। মা সঞ্চিতা মহন্ত গৃহবধূ। সুমিত তাঁদের একমাত্র সন্তান। ক্রিকেট জীবনের শুরুতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্পে তিনি খেলতেন। এদিন বালুরঘাটের ছেলে সুমিত মহন্ত বাড়ি ফিরেছে আর তাতেই তাঁকে ঘিরে খুশিতে মেতেছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সুমিত মহন্ত প্রথম সুযোগ পেয়েছে রঞ্জি খেলাতে। বালুরঘাটে সুমিত মহন্তর বেড়ে ওঠা আর এখানেই তাঁর ক্রিকেট শেখা। পরে অবশ্য কলকাতার একটি সংস্থায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন সে। বিসিসিআই আয়োজিত রঞ্জি ট্রফি টুর্নামেন্টে বেঙ্গল স্কোয়াডের হয়ে খেলতে চলেছে বালুরঘাটের সুমিত মহন্ত। শুধু দক্ষিণ দিনাজপুরে নয়, গৌড়বঙ্গে প্রথম কোনও ক্রিকেটার এই সুযোগ পেলেন। যার ফলে খুশির জোয়ারে ভাসছে জেলাবাসী।
advertisement
আগামী খেলায় সুমিতের বোলিংয়ে সাফল্য কামনাই চলছে এখন জেলা  জুড়ে। গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার রঞ্জি ম্যাচ। সেখানে পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা এক ইনিংস ও ১৩ রানে জয় পেয়েছে। ওই ম্যাচে বালুরঘাটের বাসিন্দা সুমিত মহন্ত ২ ইনিংস মিলিয়ে সাত উইকেট পায়। স্বাভাবিকভাবেই প্রান্তিক দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রঞ্জি ট্রফির মতো জাতীয় স্তরের খেলাতে সুযোগ পাওয়ার পর থেকেই ব্যাপক উন্মাদনা দেখা দেয় জেলা জুড়ে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রঞ্জি ট্রফিতে বাংলাকে গর্বিত করলেন তিনিই! বিরাট সাফল্য, খুশির জোয়ারে ভাসছে জেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement