বর্ডার-গাভাসকর ট্রফির নাম, এদিকে গাভাসকরকে মঞ্চেই ডাকা হল না! এমন বিতর্ক হালফিলে হয়নি

Last Updated:

Sunil Gavaskar- বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের  ফাইনালে আগেই  জায়গা পাকা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার অস্ট্রেলিয়া তাদের জায়গা  পাকা করল। বিশ্বের অন্যতম সেরা দল নিয়েও ব্যর্থ ভারত।

News18
News18
মেলবোর্ন: তিনি ভারতীয় বলেই কি এমন বঞ্চনার শিকার! এমনিতে অন্যায় মেনে নেওয়ার পাত্র নন সুনীল গাভাসকর। তবে তাঁর সঙ্গে এবার যে অবমাননা হল, তাতে তিনি বোধ হয় কিছুটা অসহায় বোধ করলেন। ফলে নেহাত হা-হুতাশ ছাড়া কিছুই করার থাকল না তাঁর।
মেলবোর্নের পর সিডনিতেও সিরিজের শেষ টেস্ট ম্যাচ হেরেছে ভারতীয় দল। বর্ডার গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ৩-১- ব্যবধানে। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশা ভারতের ছিল, তাও শেষ হয়ে গেল।
বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের  ফাইনালে আগেই  জায়গা পাকা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার অস্ট্রেলিয়া তাদের জায়গা  পাকা করল। বিশ্বের অন্যতম সেরা দল নিয়েও ব্যর্থ ভারত। এদিকে, বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সিডনি টেস্ট শেষ হয়ে গেলেও বিতর্কের রেশ থেকে গেল।
advertisement
advertisement
আরও পড়ুন- বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেল ভারত
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হল শুধুমাত্র অ্যালান বর্ডারকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন তিনিই। গাভাসকরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকাই হল না! এদিকে ট্রফির নাম বর্ডার-গাভাসকর! ভারতীয় কিংবদন্তি এমন ঘটনায় হতাশ ও বিস্মিত।
advertisement
আরও পড়ুন- গম্ভীর কেমন কোচ? মাত্র তিনটি শব্দ সৌরভের মুখে! ভারতের হার নিয়ে বললেন ‘বড় কথা’
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি স্পোর্টসকে সানি বলেন, ”সিডনিতে টেস্টের আগেই আমাকে জানানো হয়েছিল, ভারত যদি সিরিজ জিততে অথবা ড্র করতে না পারে, তা হলে আমাকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হবে না। তার জন্য আমার কোনও দুঃখ নেই। আমি একেবারে অবাকই হয়েছি এই ঘটনায়। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি নামেই পরিচিত। সেখানে মঞ্চে দু’জনেরই সেখানে থাকা উচিত ছিল। অথচ ভারতীয় বলেই আমাকে ডাকা হল না!”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বর্ডার-গাভাসকর ট্রফির নাম, এদিকে গাভাসকরকে মঞ্চেই ডাকা হল না! এমন বিতর্ক হালফিলে হয়নি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement