IND vs AUS: সিডনিতে হেরে বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেল ভারত

Last Updated:

IND vs AUS: ব্যাটিং লাইনের ধারাবাহিক ব্যর্থতা ও জসপ্রীত বুমরাহ চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বল না করতে পারা, দুই কারণে সিডনি টেস্টেও হার ভারতের। দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া ১৬২ রানের টার্গেট সহজেই তাডা করে জয় পেল অজিরা।

News18
News18
সিডনি: ব্যাটিং লাইনের ধারাবাহিক ব্যর্থতা ও জসপ্রীত বুমরাহ চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বল না করতে পারা, দুই কারণে সিডনি টেস্টেও হার ভারতের। দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া ১৬২ রানের টার্গেট সহজেই তাডা করে জয় পেল অজিরা। ৬ উইকেটে ম্যাচ জিতল প্যাট কামিন্সের দল। ১০ বছর পর বর্ডার-গাভাস্কর সিরিজ হাতছাড়া হল ভারতের। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকেও ছিটকে গেল ভারত।
প্রথম ইনিংসে ৪ রানের লিড পেলেও দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সিডনির উইকেটে ম্যাচ জেতার জন্য কম করে ২৫০ রানের দরকার ছিল। তারউপর সমস্যা হয়ে দাঁড়ায় জসপ্রীত বুমরাহের চোট। দ্বিতীয় দিনে লাঞ্চের পরই মাঠ ছেড়েছিলেন বুমরাহ। তাঁর পিঠের স্ক্যান হয়েছে বলেও জানা গিয়েছে। তৃতীয় দিনে মাঠে ফিরবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহ। চোটের কারণে শেষ ইনিংসে আর বলা করা হয়নি সিডনি টেস্টে ভারত অধিনায়কের।
advertisement
তৃতীয় দিনে ভারতের ইনিংস আর বেশি দূর এগোয়নি। ১৫৭ রানেই অলআউট হয়ে যায়। ঋষভ পন্থ দ্বিতীয় দিনে ঝোড়ো ৬২ রানের ইনিংস না খেললেও এটুকু রানও হত না ভারতর। এছাড়া সকলেই ব্যর্থ। প্রথম ইনিংসের লিড যোগ করে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৬২। তবুও মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার উপর আস্থা রেখেই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ রক্ষা হল না।
advertisement
advertisement
শুরুটা খুব একটা খারাপ হয়নি ভারতের। ৫৮ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে উসমান খোয়াজা ও ট্রেভিস হেডের পার্টনারশিপে ঘুড়ে দাঁড়ায় ব্যাগি গ্রিনরা। খোয়াজা করেন ৪১ রান। শেষে ব্রিউ ওয়েবস্টারের মারকাটারি ব্যাটিংয়ের সৌজন্যে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। হেড ৩৪ ও ওয়েবস্টার ৩৯ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার টিকিটও পাকা করে নিল প্যাট কামিন্সরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: সিডনিতে হেরে বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেল ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement