হোম /খবর /খেলা /
'ফিনিশার' শুনলে খুশি হন, শিলিগুড়ির মেয়ে এবার আইপিএলে 'ধোনি' হওয়ার অপেক্ষায়

'ফিনিশার' শুনলে খুশি হন, শিলিগুড়ির মেয়ে এবার আইপিএলে 'ধোনি' হওয়ার অপেক্ষায়

Richa Ghosh: বাংলার মেয়ে এবার আইপিএলে নিজের জাত চেনাতে মরিয়া।

  • Share this:

শিলিগুড়ি: ভারতীয় মহিলা ক্রিকেট দলের উদীয়মান উইকেটকিপার তিনি। অবশ্য এখন তাঁকে উদীয়মান বললে ভুল বলা হবে। তিনি বিশ্বজয়ী দলের সদস্য।

ব্যাটার রিচা ঘোষ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন। বড় শট খেলার জন্য পরিচিত তিনি। রিচা ঘোষের দিকে তাকিয়ে ছিল অনেকেই। আইসিসির মেগা টুর্নামেন্টে ভারতীয় দলের জার্সিতে রিচা জাত চিনিয়েছেন। একের পর এক ম্যাচে দুরন্ত ব্যাটিং।

আরও পড়ুন- মহম্মদ শামি বোলার নাকি ব্যাটার? যা রেকর্ড করলেন বিরাট কোহলিও বিশাল চাপে

১৯ বছর বয়সী রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে। খুব অল্প সময়ের মধ্যে তিনি মহিলা ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। ওয়ানডেতে ২৬ বলে হাফ সেঞ্চুরি করা এই উদীয়মান উইকেটকিপারের লক্ষ্য এখন ফিনিশার হওয়া।

রিচা ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে দেখে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। মাহির মতো দলে ম্যাচ ফিনিশারের ভূমিকা পালন করতে চান তিনি। আর সেই লক্ষ্যেই তিনি নিজেকে প্রস্তুত করছেন।

রিচার আদর্শ ধোনি। আর ধোনি মানেই ফিনিশার। তাই তাঁকে কেউ ফিনিশার বললে রিচা বেশ খুশিই হন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় হয়েছে। এবার সিনিয়র বিশ্বকাপ। ইতিমধ্যে ওয়ার্ম আপ ম্যাচে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। তাঁর দাপটে ওই ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারতীয় দল।

১৭টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রিচাকে এত দূর পৌঁছতে অনেক সংগ্রাম করতে হয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারতে আসা অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ২১০ স্ট্রাইক রেটে ১৯ বলে ৪০ রান করেছিলেন রিচা। যদিও টিম ইন্ডিয়া সেই ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হেরেছিল।

আরও পড়ুন- বোনের বান্ধবীর সঙ্গে প্রেম! তিন মাসের মধ্যে বিয়ে, পড়ুন জাদেজার 'লাভ স্টোরি'

ওই ম্যাচে রিচা যে লড়াকু মনোভাব দেখান, তার প্রশংসা করেছিলেন অনেকে। শেষ ওভারে কীভাবে চার-ছক্কার বৃষ্টি নামিয়ে আনতে হয়, রিচা এই শিল্পে পারদর্শী। তবে বিশ্বকাপের মাঝেও এবার রিচার নজর নিশ্চয়ই থাকবে আইপিএল নিলামে। কারণ মহিলাদের আইপিএলের নিলামে তাঁর দর উঠতে পারে আকাশছোঁয়া।

Published by:Suman Majumder
First published:

Tags: Indian Women Cricket Team, Richa Ghosh