Kali Puja 2025: বড়মা, মেজোমা, সেজোমা, ছোটমা...শতাধিক কালীপুজোর জন্য এই গ্রাম পরিচিত কালীগ্রাম নামে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kali Puja 2025:কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠে গোটা গ্রাম। লোকমুখে তাই মেমারির আমাদপুরের নামই হয়ে গেছে 'কালীগ্রাম'।
মেমারি,সায়নী সরকার: একশোরও বেশি কালীপুজো হয় এক গ্রামে ! কালীগ্রাম নামেই পরিচিত পূর্ব বর্ধমানের এই গ্রাম। বলা হয়, এখানে কালী মায়েরা চার বোন। বড়মা, মেজোমা, সেজোমা, ছোটমা। এছাড়াও সিদ্ধেশ্বরী, বুড়িমা, ডাকাত কালী, খেপিমা, আনন্দময়ী মা, বিভিন্ন নামে একশোরও বেশি পুজো হয় এই গ্রামে। কথিত, ডাকাতদের হাত থেকে বাঁচতে এখানে মহাশ্মশানে শক্তির আরাধনা করতেন বণিকরা। সেই থেকেই এই গ্রামে কালীপুজো চলে আসছে। কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠে গোটা গ্রাম। লোকমুখে তাই মেমারির আমাদপুরের নামই হয়ে গেছে ‘কালীগ্রাম’। মা কালীর পাশাপাশি, এই গ্রামে মহাকাল ভৈরবেরও পুজো হয়। দীপান্বিতা কালীপুজো উপলক্ষে বিশেষ পুজো ও ভোগের ব্যবস্থা করেন উদ্যোক্তারা।
দূরদূরান্ত থেকে মানুষ কালীপুজোর দিনে হাজির হন এই গ্রামে।গ্রামে ঢুকলে প্রথমেই দর্শন পাওয়া যাবে প্রায় ২০ ফুট উচ্চতার বড় মায়ের। আরও কিছুটা এগোলেই রয়েছেন প্রায় সম উচ্চতার মেজো মা। তার আশপাশে রয়েছে সেজো মা ও ছোট মায়ের মন্দির। গ্রামের বাড়িতে বাড়িতে পূজিত হন দেবী কালী।১০০ টিরও বেশি কালীপুজো হয়ে গ্রাম জুড়ে।
advertisement
মেমারির আমাদপুর এক প্রাচীন জনপথ। কথিত আছে, পূর্বে এখান দিয়েই প্রবাহিত হত বেহুলা নদী।বণিকদের বাণিজ্য তরী নাকি যাতায়াত করত এখান দিয়ে। সেই সময়ে বণিকদের দস্যুদের কবলে পড়ে সর্বস্ব খোয়াতে হত। আমাদপুরে বেহুলা নদীর ধারে ছিল মহাশ্মশান।শ্মশানে এক সাধু কালীসাধনা করতেন। বণিকরা দস্যুদের হাত থেকে বাঁচতে এই শ্মশানে কালী মায়ের পুজো দিতে শুরু করেন। শোনা যায়, এর পর থেকেই তাঁরা দস্যুদের হাত থেকে রক্ষা পেতে শুরু করেন। তখন থেকেই এই দেবীর প্রতি বিশ্বাস জন্মায় তাদের। মাহাত্ম্য ছড়িয়ে পরে দিকে দিকে। যদিও বর্তমানে বেহুলা নদীর মজে গিয়ে খালে পরিণত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : মৌরলা, পুঁটি, খয়রা, ল্যাটা, বেলে, কই, শিঙি, মাগুর, চাঁদা…১২ রকম মাছভাজায় সাজানো ভোগের থালা, গ্রামীণ পরিবেশে নিষ্ঠা ভরে পূজিত হন ‘বিলেকালী’
আমাদপুরে কালীপুজোর বিসর্জনেও রয়েছে বিশেষত্ব। বিসর্জনের সময়ে বড়, মেজো, সেজো আর ছোটমা-সহ গ্রামের সমস্ত প্রতিমারই একের পর এক চতুর্দোলায় শোভাযাত্রা বের করা হয়। সারা রাত গোটা গ্রাম ঘোরানোর পরে ভোরবেলায় বিসর্জন হয়। আর এই শোভাযাত্রা দেখতে আশেপাশের জেলা থেকে মানুষজন এসে ভিড় জমান আমাদপুরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2025 2:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বড়মা, মেজোমা, সেজোমা, ছোটমা...শতাধিক কালীপুজোর জন্য এই গ্রাম পরিচিত কালীগ্রাম নামে