বোনের বান্ধবীর সঙ্গে প্রেম! তিন মাসের মধ্যে বিয়ে, জাদেজার 'লাভ স্টোরি' সিনেমার মতো

Last Updated:
Ravindra Jadeja: প্রেম করে আর বেশিদিন অপেক্ষা করতে পারেননি জাদেজা।
1/6
মাঠে থাকুন বা মাঠের বাইরে, রবীন্দ্র জাদেজা সব সময় থাকেন প্রচারের আলোয়। এমনকী তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কিছুই জানতে আগ্রহী হয়ে থাকেন সমর্থকরা।
মাঠে থাকুন বা মাঠের বাইরে, রবীন্দ্র জাদেজা সব সময় থাকেন প্রচারের আলোয়। এমনকী তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কিছুই জানতে আগ্রহী হয়ে থাকেন সমর্থকরা।
advertisement
2/6
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি জাদেজাকে। ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পর জাদেজার বাড়ির লোকজন তাঁর বিয়ের তোড়জোর শুরু করেন। তবে জাদেজা বারবার বিয়ের কথা এড়িয়ে যেতেন।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি জাদেজাকে। ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পর জাদেজার বাড়ির লোকজন তাঁর বিয়ের তোড়জোর শুরু করেন। তবে জাদেজা বারবার বিয়ের কথা এড়িয়ে যেতেন।
advertisement
3/6
জাদেজার বোন নয়না দাদাকে প্রথম দেখা করান বান্ধবী রিবাভা সোলাঙ্কির সঙ্গে। জাদেজা প্রথমে রাজি হননি। তবে নয়না কার্যত জোর করেই রিবাভার সঙ্গে এক পার্টিতে দেখা করান দাদাকে।
জাদেজার বোন নয়না দাদাকে প্রথম দেখা করান বান্ধবী রিবাভা সোলাঙ্কির সঙ্গে। জাদেজা প্রথমে রাজি হননি। তবে নয়না কার্যত জোর করেই রিবাভার সঙ্গে এক পার্টিতে দেখা করান দাদাকে।
advertisement
4/6
রিবাভাকে প্রথমবার দেখার পরই প্রেমে পড়েন জাদেজা। দুজনের মধ্যে ফোন নম্বর এক্সচেঞ্জ হয়। এর পর থেকে দুজনের কথাবার্তা হতে শুরু করে।
রিবাভাকে প্রথমবার দেখার পরই প্রেমে পড়েন জাদেজা। দুজনের মধ্যে ফোন নম্বর এক্সচেঞ্জ হয়। এর পর থেকে দুজনের কথাবার্তা হতে শুরু করে।
advertisement
5/6
ডিসেম্বর ২০১৫-তে দুজনের দেখা হয়েছিল। ২০১৬-র ফেব্রুয়ারিতে বিয়ে হয়ে যায় জাদেজা ও রিবাভার।
ডিসেম্বর ২০১৫-তে দুজনের দেখা হয়েছিল। ২০১৬-র ফেব্রুয়ারিতে বিয়ে হয়ে যায় জাদেজা ও রিবাভার।
advertisement
6/6
জুনাগড়ে বাড়ি রিবাভার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এখন অবশ্য জাদেজার স্ত্রী রাজনীতিতে সক্রিয়। রিবাভার বাব হরদেব সোলাঙ্কি একজন ব্যবসায়ী।
জুনাগড়ে বাড়ি রিবাভার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এখন অবশ্য জাদেজার স্ত্রী রাজনীতিতে সক্রিয়। রিবাভার বাব হরদেব সোলাঙ্কি একজন ব্যবসায়ী।
advertisement
advertisement
advertisement