Bengal Cricket team : জোর কদমে চলছে মিলিটারি ট্রেনিং! বাংলার ক্রিকেটারদের খাটিয়ে মারছেন লক্ষ্মী

Last Updated:

Bengal Cricket team will have no shortage of mental courage assures WB Raman. নির্ভীক ক্রিকেট খেলবে বাংলা, আশাবাদী লক্ষী, রমন জুটি

নির্ভীক ক্রিকেট খেলবে বাংলা, আশাবাদী লক্ষী, রমন জুটি
নির্ভীক ক্রিকেট খেলবে বাংলা, আশাবাদী লক্ষী, রমন জুটি
#কলকাতা: অতীতেও বাংলা ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এখনও তার ক্রিকেট বুদ্ধি কাজে লাগিয়ে বাংলা ক্রিকেট দলকে সাফল্য এনে দিতে চান ডব্লুভি রমন। সম্প্রতি বাংলা রঞ্জি দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার‌ ডব্লুভি রমন। আসন্ন রঞ্জি ট্রফির শিরোপা জয় প্রধান লক্ষ্য বাংলা দলের।
আরও পড়ুন - East Bengal : চলে এলেন লিমা, প্রতিভাবান ফুটবলার হিমাংশুকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল
আর সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা দলের দায়িত্ব নেওয়ার পরেই কোচ লক্ষ্মীরতন শুক্লকে পাশে বসিয়ে রমনের দাবি লম্বা মরশুমে নিজেদের 'ইন্টেনসিটি' বা বলা ভাল খেলার 'তীব্রতা' ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত রঞ্জি ট্রফির শিরোপা জয়ের ক্ষেত্রে বাংলার দুর্ভাগ্য যেন কাটতেই চাইছে না।
advertisement
advertisement
আগের মরশুমে সেমিফাইনালে পৌঁছে গিয়েও কার্যত ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলা ফাইনালে পৌঁছতে পারেনি। তার আগের মরশুমে করোনার কারণে খেলাই হয়নি রঞ্জি। সেই মরশুমের আগে ২০১৯-২০ মরশুমে বাংলা ফাইনালে পৌঁছলেও হেরেছিল সৌরাষ্ট্রের কাছে। সেবার প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে হারতে হয়েছিল তাদের।
advertisement
এবার সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলতে বদ্ধপরিকর তারা। সেই কারণেই দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছেন রমন। পাশাপাশি নয়া কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীরতন শুক্লও। বাংলা দলের সঙ্গে প্রথম সাক্ষাতের পরে রমন জানিয়েছেন বাংলাতে প্রচুর ট্যালেন্ট রয়েছে। যা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আমি নিশ্চিত ছেলেরা খুব ভাল ফল করবে। ব্যাটারদের ব্যর্থতার কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন, হতে পারে যে ওরা। হয়ত নিজেদের প্রস্তুতির জন্য সঠিক সময়টা পাচ্ছে না। তার অন্যতম কারণ হতে পারে কোভিডের কারণে ম্যাচ সংখ্যাও অনেকটা কমে গিয়েছে।
advertisement
তাই দীর্ঘ মরশুমে সাফল্য পেতে গেলে নিজেদের খেলার 'তীব্রতা'কে ধরে রাখতে পারাটাই আসল। পাশাপাশি ফিটনেসটাও ধরে রাখতে হবে। লক্ষী রতন অবশ্যই জানিয়েছেন শারীরিকভাবে ক্রিকেটারদের বুট ক্যাম্পের মাধ্যমে শক্তিশালী করে তুলতে চান তিনি।
তার জন্য রমনের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। পাশাপাশি ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায় বাংলা ছেড়ে গেলেও তাদের অভাব বোধ হবে না মনে করেন লক্ষী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket team : জোর কদমে চলছে মিলিটারি ট্রেনিং! বাংলার ক্রিকেটারদের খাটিয়ে মারছেন লক্ষ্মী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement