Rohit Sharma Retirement: রোহিত শর্মাকে অবসর নিতে বাধ্য করেছিল বিসিসিআই? বোর্ড দিল জবাব, বিরাট আপডেট

Last Updated:

Rohit Sharma Retirement: ভারতীয় দল জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ সফরের আগে রোহিতের অবসরের সিদ্ধান্ত নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

News18
News18
রোহিত শর্মা হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন। ভারতীয় দল জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ সফরের আগে রোহিতের অবসরের সিদ্ধান্ত নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিসিসিআই কি রোহিতের ওপর অবসরের জন্য চাপ সৃষ্টি করেছিল? না রোহিত নিজে থেকেই নিয়েছেন সিদ্ধান্ত? এই সব প্রশ্ন নিয়ে অবশেষে বিসিসিআই তাদের নীরবতা ভাঙল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন যে,”রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিসিসিআই তার ওপর কোনো রকম চাপ দেয়নি।”
রোহিত শর্মা ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বুধবার অবসরের ঘোষণা করেন। রাজীব শুক্লা পিটিআইকে বলেন, “যতদূর টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়, রোহিত নিজেই সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি আরও বলেন, “আমাদের নীতি হল, যেসব খেলোয়াড় অবসরের সিদ্ধান্ত নেন, আমরা তাদের ওপর কোনো চাপ দিই না, কোনও পরামর্শ দিই না, আমরা কিছু বলি না।”
advertisement
রোহিত শর্মার ভূয়সী প্রশংসাও করেছেন রাজীব শুক্লা। রাজীব শুক্লা বলেন,”পাঁচ দিনের ক্রিকেটে রোহিতের অবদান বিশাল। তাঁর প্রশংসা যতই করা হোক, তা কম হবে। তিনি একজন মহান ব্যাটসম্যান। ভাল বিষয় হল, তিনি এখনও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেননি। তাই আমরা অবশ্যই তাঁর অভিজ্ঞতা ও প্রতিভার সুফল আরও পাব।”
advertisement
advertisement
রোহিত শর্মার অধিনায়কত্ব ছাড়ার পর এখন দেখার বিষয়, ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া হয়। জসপ্রিত বুমরাহ, কে এল রাহুল এবং শুভমান গিল সম্ভাব্যদের তালিকায় রয়েছেন। অধিনায়ক হিসেবে সম্ভাব্য নাম সম্পর্কে জানতে চাইলে শুক্লা বলেন, এটি পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। রাজীব শুক্লার কথায়, “কোনো ধরনের জল্পনা হওয়া উচিত নয়। নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের জানাবেন কে অধিনায়ক হচ্ছেন। এটি একান্তই তাঁদের সিদ্ধান্ত।” তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এগিয়ে শুভমান গিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma Retirement: রোহিত শর্মাকে অবসর নিতে বাধ্য করেছিল বিসিসিআই? বোর্ড দিল জবাব, বিরাট আপডেট
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement