Lionel Messi : কলকাতার মুখ পুড়ল! মেসি আর কখনও ভারতে আসলে কী হবে? ভারতীয় ফুটবল আইকন বাইচুং ভুটিয়া কী বলছেন শুনুন

Last Updated:

Baichung Bhutia On Lionel Messi : যুবভারতী থেকে একরাশ হতাশা নিয়ে ফিরেছিলেন মেসি-ভক্তরা। কয়েক হাজার টাকা দামের টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে বাড়ি ফিরেন ভক্তরা।

News18
News18
কলকাতা : যুবভারতী থেকে একরাশ হতাশা নিয়ে ফিরেছিলেন মেসি-ভক্তরা। কয়েক হাজার টাকা দামের টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে বাড়ি ফিরেন ভক্তরা। যার জেরে হতাশা, আর তা থেকে চূড়ান্ত বিশৃঙ্খলা। ওদিকে, কলকাতায় মেসি ইভেন্ট শান্তিপূর্ণ না হলেও হায়দরাবাদে নির্বিঘ্নে হয় গোটা অনুষ্ঠান।
কলকাতায় চূড়ান্ত অব্যবস্থা নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। তিনি বললেন, “আমি মনে করি এটি খুব ভালো সফর ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। আমার মনে হয় আয়োজকরা ভীষণ চাপের মধ্যে ছিলেন। আমরা যা দেখেছি ও শুনেছি, তাতে দেখা গেছে অনেক অপ্রয়োজনীয় ভিআইপি স্টেডিয়ামে এসে মেসিকে ঘিরে ফেলেছিলেন, আর প্রকৃত ভক্তরা তাঁকে দেখতেই পাননি। আমি আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আয়োজকদের নিশ্চিত করা উচিত যে প্রকৃত ভক্তরা—প্রায় ৮০,০০০ মানুষ যারা দেখতে এসেছিলেন—তাঁরা যেন সত্যিই তাঁদের আদর্শ ও ফুটবল নায়ককে দেখতে পান।
advertisement
advertisement
বাইচুং আরও বলেন, প্রতিটি ভক্তেরই খুবই বিরক্ত হওয়ার কথা। কারণ অনেকেই অনেক দূর থেকে এসেছিলেন। আমরা দেখেছি উত্তর-পূর্ব ভারত থেকেও বহু ভক্ত এসেছিলেন। তাঁরা টাকা খরচ করে মেসিকে দেখতে আসছেন, অনেক মানুষ প্রায় দেবতার মতো পুজো করেন, তাঁরা কিছু অপ্রয়োজনীয়, নিজেদের ভিআইপি বলে দাবি করা লোকের ভিড়ে তাঁকে দেখতে পেলেন না। এটা তো কষ্টের। এই ধরণের ঘটনায় দেশের নাম খারাপ হয়”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi : কলকাতার মুখ পুড়ল! মেসি আর কখনও ভারতে আসলে কী হবে? ভারতীয় ফুটবল আইকন বাইচুং ভুটিয়া কী বলছেন শুনুন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement