BCCI: পুরস্কারের ছড়াছড়ি, ঘরোয়া ক্রিকেট থেকে মহিলাদের ক্রিকেট মালামাল হয়ে যাবেন সেরা পারফরমাররা, বোর্ডের নয়া ঘোষণা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
BCCI: ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে বিসিসিআইয়ের এই পদক্ষেপ বড় ভূমিকা নিতে পারে৷
মুম্বই: বিসিসিআই সচিব জয় শাহের নতুন ঘোষণা৷ এবার থেকে সমস্ত মহিলাদের টুর্নামেন্ট এবং জুনিয়র ক্রিকেটে নতুন পুরস্কার মূল্য বা প্রাইজ মানি দেওয়া হবে৷
জুনিয়র ক্রিকেটে আরও বেশি জোশ আনতে পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও যাতে বঞ্চনার অভিযোগ থেকে সরে এসে আরও বেশি পারফরম্যান্সভিত্তিক খেলায় মন দিতে পারেন তার জন্য অভিনব এই পদক্ষেপ৷
আরও পড়ুন – Rohit Sharma: ‘অনেক সাহায্য পেয়েছি এঁদের’- দরাজ কণ্ঠে কাদের প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত শর্মা
advertisement
advertisement
ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে বিসিসিআইয়ের এই পদক্ষেপ বড় ভূমিকা নিতে পারে৷ এছাড়াও প্রাইজ মানি দেওয়া হবে বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচদের৷ সিনিয়র স্তরের ক্রিকেটে এই পদক্ষেপও ক্রিকেটারদের নিজেদের সেরা পারফরম্যান্স দিতে আরও মোটিভেট করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরমারদের চিনে নিতে সাহায্য করবে এই পুরস্কার৷ নিজের ট্যুইট বার্তায় এই সুখবর দিয়ে অ্যাপেক্স কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ৷ পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেছেন এর ফলে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন হবে এবং ক্রিকেটাররাও আরও সুস্থ পরিবেশ পাবেন নিজেদের মেলে ধরার৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 8:37 PM IST