Rohit Sharma: ‘অনেক সাহায্য পেয়েছি এঁদের’- দরাজ কণ্ঠে কাদের প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত শর্মা
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Rohit Sharma: টি২০ বিশ্বকাপ জয়ের ‘প্রধান তিন স্তম্ভ’ কারা? নাম জানিয়ে রোহিত বললেন, ‘অনেক সাহায্য পেয়েছি’
মুম্বই: টি২০ বিশ্বকাপ জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান কার? তিনটি নাম বেছে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তৎকালীন হেড কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এই তিনজনকে টি২০ বিশ্বকাপ জয়ের “প্রধান তিন স্তম্ভ” বলে উল্লেখ করেছেন রোহিত।
মুম্বইয়ের একটি অনুষ্ঠানে পুরুষদের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর রোহিত বলেন, “ক্রিকেটাররা খোলা মনে মাঠে নেমে খেলবে, হার-জিত নিয়ে ভাববে না, দলের মধ্যে এমন পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম। ফলাফল যাই হোক না কেন, ভাল খেলাটাই আসল।’’
advertisement
advertisement
রোহিতের মতে, জেতার জন্য এমন পরিবেশ জরুরি। তিনি বলেন, “এমন পরিবেশ দরকার ছিল। দলের তিন প্রধান স্তম্ভের কাছ থেকে সবরকম সাহায্য পেয়েছি। তাঁরা হলেন, রাহুল দ্রাবিড়, অজিত আগরকর এবং জয় শাহ। অবশ্যই খেলোয়াড়দের অবদান অস্বীকার করছি না। তাঁরাই দলকে জিতিয়েছেন। কিন্তু এঁরা না থাকলে সেটা সম্ভব হত না।’’
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ট্রফি জয়ের দোড়গোড়ায় পৌঁছেও হারতে হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপেও অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। বারবার ফাইনালেও উঠেও হারতে হারতে অনেকেরই মনে হচ্ছিল, আইসিসি ট্রফি জয় বোধহয় অধরাই থেকে যাবে। এই পরিস্থিতিতে হারের ক্ষতে মিষ্টি প্রলেপ দিয়ে যায় ২০২৪-এর টি২০ বিশ্বকাপ জয়।
advertisement
রোহিতের কথায়, “এমন অনুভূতি প্রতিদিন মেলে না। আমরা সবাই জেতার আশা করেছিলাম। আমরা ভাল খেলেছি। তাই বিশ্বকাপ জয়ের মুহূর্তটাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি সবাই। গোটা দেশ আমাদের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ করেছে। দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ।’’ এখানেই থামেননি রোহিত। আবেগতাড়িত গলায় বলে চলেন, “আমাদের জন্য কাছে এই ট্রফি যতটা প্রিয়, সমগ্র জাতির কাছেও ততটাই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।“
advertisement
বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। এখন শুধু টেস্ট আর ওয়ান ডে খেলবেন তিনি। ফের একবার সে কথা জানিয়ে তিনি বলেন, “সামনে বেশ কিছু ট্যুর রয়েছে। কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এটা চলতেই থাকে। জয়ের খিদে বাড়তে থাকে। আমি নিশ্চিত, সতীর্থরাও এটাই ভাবে। দর্শকদের এখনও অনেক কিছু দেওয়ার আছে আমাদের।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 8:02 PM IST